KONNA (কন্যা) LYRICS - SHIEKH SADI | BENGALI SONG 2018
KONNA BY SHIEKH SADI MP3 SONG LYRICS IN BANGLA :
KONNA LYRICS BY SHIEKH SADI : Presenting 'Konna' Bengali Song Lyrics.This song is sung By Shiekh Sadi & also Lyrics penned By Himself.While the music is arranged By Sahriar Rafat.SONG CREDITS:
■ Song : Konna
■ Singer : Shiekh Sadi
■ Lyrics : Sheikh Sadi
■ Music : Sahriar Rafat
■ Label : Sahriar Rafat (Pvt. Release)
■ Official Release Date : Nov 28, 2018
KONNA BY SHIEKH SADI FULL SONG
KONNA BY SHIEKH SADI LYRICS
ও কন্যা তোমার মুখের হাসি
আমি বড় ভালোবাসি।
তোমার তরে মন সোপেছি,
তোমারেই ভালোবেসেছি।
ও কন্যা তোমার চোখ দু'খানি
মিষ্টি সুরের মুখের বাণী,
তোমার মাঝে আমায় খুঁজেছি।
তোমারেই ভালোবেসেছি।
ও কন্যা তোমার মুখের হাসি
আমি বড় ভালোবাসি।
তোমার তরে মন সোপেছি,
তোমারেই ভালোবেসেছি।
যেদিন তোমায় প্রথম দেখেছি,
লুকিয়ে মনে ছবি এঁকেছি।
সেদিন থেকে স্বপন গড়েছি,
শান্ত এই মনটাকে
বেপরোয়া হতে দেখেছি।
কন্যা তোমার লাজুক লাজুক
চাহনি আর দিও না,
বুকের ভেতর মন রবে না,
কন্যা তোমায় ভুলতে পারি না।
কন্যা তোমার রেশমি কালো
কেশ বাঁধিয়া রাইখো,
নজর যেন কারো লাগে না,
তোমার মিষ্টি হাসির আমি দিওয়ানা,
মিষ্টি হাসির আমি দিওয়ানা।
আবেগে বাঁধিয়া মরে
নজর রাখো কোন পাড়ে?
মায়ার বাঁধন ভুলতে পারবে না,
দোহায় লাগে দূরে যাইয়ো না,
দোহায় লাগে দূরে যাইয়ো না,
ও... দোহায় লাগে দূরে যাইয়ো না।
][ সমাপ্ত ][
আমি বড় ভালোবাসি।
তোমার তরে মন সোপেছি,
তোমারেই ভালোবেসেছি।
ও কন্যা তোমার চোখ দু'খানি
মিষ্টি সুরের মুখের বাণী,
তোমার মাঝে আমায় খুঁজেছি।
তোমারেই ভালোবেসেছি।
ও কন্যা তোমার মুখের হাসি
আমি বড় ভালোবাসি।
তোমার তরে মন সোপেছি,
তোমারেই ভালোবেসেছি।
যেদিন তোমায় প্রথম দেখেছি,
লুকিয়ে মনে ছবি এঁকেছি।
সেদিন থেকে স্বপন গড়েছি,
শান্ত এই মনটাকে
বেপরোয়া হতে দেখেছি।
কন্যা তোমার লাজুক লাজুক
চাহনি আর দিও না,
বুকের ভেতর মন রবে না,
কন্যা তোমায় ভুলতে পারি না।
কন্যা তোমার রেশমি কালো
কেশ বাঁধিয়া রাইখো,
নজর যেন কারো লাগে না,
তোমার মিষ্টি হাসির আমি দিওয়ানা,
মিষ্টি হাসির আমি দিওয়ানা।
আবেগে বাঁধিয়া মরে
নজর রাখো কোন পাড়ে?
মায়ার বাঁধন ভুলতে পারবে না,
দোহায় লাগে দূরে যাইয়ো না,
দোহায় লাগে দূরে যাইয়ো না,
ও... দোহায় লাগে দূরে যাইয়ো না।
][ সমাপ্ত ][
আমাদের ফেসবুক পেইজটিতে লাইক দিয়ে আমাদের পাশে থাকার অনুরোধ রইলো।
শেখ সাদি সম্পর্কে কিছু তথ্যঃ
শেখ সাদির জন্ম ১৯৯৪ সালে। তিনি উত্তরা হাই স্কুল এন্ড কলেজের ছাত্র ছিলেন এবং বর্তমানে তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছেন। ফেসবুক ও ইউটিউবে বেশ জনপ্রিয় তরুণ গায়ক শেখ শাদী। নিয়মিত ভিডিও শেয়ারিংয়ের এ সাইটটিতে তার গান পাওয়া যায়।
‘ললনা’ নামের গানটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। এতে কণ্ঠ দিয়েছেন শেখ সাদী। পাশাপাশি নিজেই করেছেন এর কথা ও সুরের কাজ। এর সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। ভিডিওটিতে শাদীর সঙ্গে ‘ললনা’ রূপে আছেন মারিয়া ননী।
নিজের ললনা গানটি প্রসঙ্গে গায়ক শেখ সাদী বললেন, ‘সত্যি বলতে, আমি মিউজিক ইন্ডাস্ট্রিতে একেবারে নবীন। সিএমভির মাধ্যমেই আনুষ্ঠানিক যাত্রা হলো। অন্যদের দোয়ায় সামনের পথটা সহজ হবে বলেই মনে হয়।’
এই শিল্পীর আরও কিছু গানঃ
■ ললনা
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box