SHOKAL HASHE (সকাল হাসে) LYRICS - DOHON (2018) | IMRAN - BUSHRA


SHOKAL HASHE MP3 SONG LYRICS FROM DOHON BY IMRAN AND BUSHRA SHAHRIAR :

Shokal Hashe,Shokal Hashe lyrics,Shokal Hashe mp3 download,Shokal Hashe by imran ,Shokal Hashe by imran lyrics,Shokal Hashe from dohon lyrics,dohon movie songs lyrics
SHOKAL HASHE LYRICS BY IMRAN & BUSHRA FROM DOHON : Presenting ' Shokal Hashe ; Bengali Song Lyric from the movie 'DOHON' featuring Siam Ahmed & Pujja Cherry in the lead role & Directed by Raihan Rafi.This song is sung By Imran & Bushra Shahriar and Also the lyrics was penned by Bushra.While the music is composed By National Award winning music director Emon Shaha under the banner of Jaaz Multimedia.

SONG CREDITS:
■ Song : Shokal Hashe
■ Singer : Imran & Bushra Shahriar
■ Lyrics : Bushra Shahriar
■ Music : Emon Shaha
■ Movie : Dohon(2018)
■ Label : Jaaz Multimedia Ltd.
■ Official Release Date : Nov 26, 2018


SHOKAL HASHE OFFICIAL MUSIC VIDEO



SHOKAL HASHE LYRICS IN BANGLA

আমার সকাল হাসে,
তোমার চিলেকোঠায়,
আর একফালি সুখ
মনের আঙিনায়।
আমি ঘুম হতে তাই,
তোমার চোখেতে
ভালোবাসার স্বপ্ন এঁকে যাই। - [ ২ বার ]

জানি না বুঝিনা,
কেনো মন মানে না,
এই মন শুধু তোমাকে চায়। - [ ২ বার ]
আমার সকাল হাসে।

মন আমার,
কোন সে দূর অজানায়,
হারালো ভালোবেসে তোমায়।

তোমাতে,
বিলীন হয়ে আজ,
লিখেছি প্রেমের কবিতা।

ওগো বন্ধু আমার,
ওগো বন্ধু আমার,
তুমি সেই কবিতা,
ছন্দে গড়া পুঁতির মালা।

জানি না বুঝিনা,
কেনো মন মানে না,
এই মন শুধু তোমাকে চায়।
আমার সকাল হাসে।

এই জীবন রঙ্গীন হলো আজ,
তোমাকে কাছে পেয়েছি তাই।
দিয়েছি তোমাকে এ মন,
এসেছে প্রেমেরই লগন।

ওগো বন্ধু আমার,
ওগো বন্ধু আমার,
তুমি সেই লগনে,
কিছু না বলা কথা আর নাই।

জানি না বুঝিনা,
কেনো মন মানে না,
এই মন শুধু তোমাকে চায়।

আমার সকাল হাসে,
তোমার চিলেকোঠায়,
আর একফালি সুখ
মনের আঙিনায়।
আমি ঘুম হতে তাই,
তোমার চোখেতে
ভালোবাসার স্বপ্ন এঁকে যাই।

আমার সকাল হাসে,
তোমার চিলেকোঠায়,
][ সমাপ্ত ][

আমাদের ফেসবুক পেইজটিতে লাইক দিয়ে আমাদের পাশে থাকার অনুরোধ রইলো।



এই গানটি সম্পর্কে কিছু তথ্যঃ

মুক্তি প্রতীক্ষিত বহুল আলোচিত বাংলা চলচ্চিত্র ' দহন' এর ৩য় গান ' সকাল হাসে'।গানটির কথা লিখেছেন বুশরা শাহরিয়ার এবং গানটিতে ইমরান মাহমুদুল এর সঙ্গে কণ্ঠও দিয়েছেন তিনি। 'সকাল হাসে' শিরোনামের গানটির সংগীত পরিচালনায় ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরুস্কার প্রাপ্ত সংগীত পরিচালক ইমন সাহা

এই চলচ্চিত্রের আরও কিছু গানঃ
হাজির বিরিয়ানি
প্রেমের বাক্স

দহন ২০১৮ সালের নভেম্বরে মুক্তি প্রতীক্ষিত বাংলাদেশী সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রায়হান রাফি এবং প্রযোজনা করেছেন জাজ মাল্টিমিডিয়া। এটি রায়হান রাফি পরিচালিত ২য় চলচ্চিত্র। এর আগে তার পরিচালনায় পোড়ামন ২ চলচ্চিত্রটি মুক্তি পায়। দহন চলচ্চিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরি এবং জাকিয়া বারী মম।

কোন মন্তব্য নেই:

Please do not enter any spam link in the comment box

Blogger দ্বারা পরিচালিত.