ONIBARJO KARONE (অনিবার্য কারনে) LYRICS - TAHSIN AHMED | BENGALI SONG 2018
ONIBARJO KARONE BY TAHSIN AHMED MP3 SONG LYRICS IN BANGLA FROM SHUKHE DUKHE :
ONIBARJO KARONE LYRICS BY TAHSIN AHMED FROM THE TELEFILM SUKHE DUKHE : Presenting ' Onibarjo Karone ' Bengali Song Lyrics from the Drama ' Sukhe Dukhe' featuring Apurba & Mehazabien in the lead role and Directed by Mizanur Rahman Aryan.This song has been sung by Tahsin Ahmed & lyrics penned By Shomeswar Oli while the music is composed By Tahsin Ahmed.SONG CREDITS:
■ Song : Onibarjo Karone
■ Singer : Tahsin Ahmed
■ Lyrics : Shomeswar Oli
■ Music : Tahsin Ahmed
■ Label : CD Choice
■ Official Release Date : Dec 3, 2018
ONIBARJO KARONE BY TAHSIN FULL SONG
ONIBARJO KARONE LYRICS
একাকী বিকেলে
ছায়াদের মিছিলে,
অন্যরূপে তুমি তো আমারই ছিলে।
তুমি ছিলে
ঘুম জড়ানো আলাপে,
ছেঁড়া পকেটের খুঁচরো মন খারাপে।
নামে বা বেনামে,
এই বুকের বামে,
ঠিকানা রয়েছে তোমারই।
অনিবার্য কারণে
এখন তুমি আমারই,
অনিবার্য কারণে আমি তোমারই। - [ ২ বার ]
ফুল পাখি চাঁদ তাঁরা
জোছনা পাহাড়,
আগের মতো কিছু নেই তো আর।
বদলে গেছে সবকিছুই
নিমিষে আমার,
এ সবই যে তোমার উপহার।
নামে বা বেনামে,
এই বুকের বামে,
ঠিকানা রয়েছে তোমারই।
অনিবার্য কারণে
এখন তুমি আমারই,
অনিবার্য কারণে আমি তোমারই। - [ ২ বার ]
একাকী বিকেলে
ছায়াদের মিছিলে,
অন্যরূপে তুমি তো আমারই ছিলে।
তুমি ছিলে
ঘুম জড়ানো আলাপে,
ছেঁড়া পকেটের খুঁচরো মন খারাপে।
নামে বা বেনামে,
এই বুকের বামে,
ঠিকানা রয়েছে তোমারই।
অনিবার্য কারণে
এখন তুমি আমারই,
অনিবার্য কারণে আমি তোমারই। - [ ২ বার ]
][ সমাপ্ত ][
ছায়াদের মিছিলে,
অন্যরূপে তুমি তো আমারই ছিলে।
তুমি ছিলে
ঘুম জড়ানো আলাপে,
ছেঁড়া পকেটের খুঁচরো মন খারাপে।
নামে বা বেনামে,
এই বুকের বামে,
ঠিকানা রয়েছে তোমারই।
অনিবার্য কারণে
এখন তুমি আমারই,
অনিবার্য কারণে আমি তোমারই। - [ ২ বার ]
ফুল পাখি চাঁদ তাঁরা
জোছনা পাহাড়,
আগের মতো কিছু নেই তো আর।
বদলে গেছে সবকিছুই
নিমিষে আমার,
এ সবই যে তোমার উপহার।
নামে বা বেনামে,
এই বুকের বামে,
ঠিকানা রয়েছে তোমারই।
অনিবার্য কারণে
এখন তুমি আমারই,
অনিবার্য কারণে আমি তোমারই। - [ ২ বার ]
একাকী বিকেলে
ছায়াদের মিছিলে,
অন্যরূপে তুমি তো আমারই ছিলে।
তুমি ছিলে
ঘুম জড়ানো আলাপে,
ছেঁড়া পকেটের খুঁচরো মন খারাপে।
নামে বা বেনামে,
এই বুকের বামে,
ঠিকানা রয়েছে তোমারই।
অনিবার্য কারণে
এখন তুমি আমারই,
অনিবার্য কারণে আমি তোমারই। - [ ২ বার ]
][ সমাপ্ত ][
আমাদের ফেসবুক পেইজটিতে লাইক দিয়ে আমাদের পাশে থাকার অনুরোধ রইলো।
সুখে দুঃখে নাটক সম্পর্কে কিছু তথ্যঃ
অনিবার্য কারনে শিরোনামের এই গানটি ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা নাটক ' সুখে দুঃখে'র একটি রোম্যান্টিক ট্র্যাক। গানটিতে কণ্ঠ দিয়েছেন তাহসিন আহমেদ এবং কথা লিখেছেন সোমেশ্বর অলি।গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির সুর ও সংগীত পরিচালনার দায়িত্বেও ছিলেন তাহসিন।
কাহিনী সংক্ষেপঃ
আসিফের (অপূর্ব) মায়ের মামাতো বোনের মেয়ে মিলি( মেহজাবিন)। মা মারা যাওয়ার পর থেকে মিলিদের বাড়িতেই থাকে আসিফ। দুজনের মধ্যে খুনসুটি লেগেই থাকে। আসিফের ধারনা মিলি তাকে একদম সহ্য করতে পারে না। আসিফের বন্ধুর বোন সুমি। সুমি আবার আসিফকে অনেক পছন্দ করে। আসিফ যে শার্ট পড়লে মিলি বকে সেটা আবার সুমির ভালো লাগে। মিলির ধারণা আসিফ ভালোবাসে সুমিকে, তাকেই বিয়ে করবে। কিছুদিন পর মিলির বিয়ে ঠিক হয় রাজপুত্রের মতো এক ছেলের সাথে। সব কিছু ঠিক তখন বদলে যেতে থাকে গল্পটা। এমনই ভাবে এগিয়ে গিয়েছে নাটকের গল্প। ‘সুখে দুঃখে’ নামের এ নাটকটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। নাটকটি রচনা করেছেন নাসির খান। অপূর্ব ও মেহজাবিন ছাড়াও অভিনয় করেছেন নাজিবা বাসার, কাজী উজ্জ্বল প্রমুখ। নাটকটি ৩০ নভেম্বর ২০১৮ সালে রাত ৯টায় নাগরিক টিভিতে প্রচারিত হয়।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box