NODI (নদী) LYRICS - HABIB WAHID | BENGALI SONG 2018
NODI BY HABIB WAHID FULL MP3 SONG LYRICS IN BANGLA
NODI LYRICS BY HABIB WAHID : Presenting 'Nodi' Bengali romantic song lyrics.This song is sung by Habib Wahid and lyrics penned by Lutfor Hasan. While the music is composed by Habib Wahid.The official music video of this song is featured By Habib Wahid, Payelia Payel & Directed By Nishok Tarek Aziz.This song was released under the banner of HW Productions.SONG CREDITS :
■ Song : Nodi
■ Singer : Habib Wahid
■ Lyrics : Lutfor Hasan
■ Music : Habib Wahid
■ Label : HW Productions
■ Official Release Date : Dec 6, 2018
NODI BY HABIB WAHID FULL SONG
NODI BY HABIB WAHID LYRICS
তোমার কথায় তোমার পথে
দাড়িয়ে থাকি যদি,
পথটা আমার পথ থাকে না,
পথ হয়ে যায় নদী।
তোমায় দেখার আশায় থাকি
সেই নদীটার কূলে,
আমায় তুমি সে পথ থেকে
নাও না তবে তুলে। - [ ২ বার ]
একটা পলক - দেখার তাড়ায়,
একটা দিন আর রাতে।
আমার সকাল থমকে থাকে
কাজ থাকে না হাতে।
আর কিছু না, দেখবো তোমায়,
এই টুকুই তো দাবি।
তুমি আমার বন্ধ সময়,
খুলে দেবার চাবি।
তোমার কথায় তোমার পথে
দাড়িয়ে থাকি যদি,
পথটা আমার পথ থাকে না,
পথ হয়ে যায় নদী।
তোমায় দেখার আশায় থাকি
সেই নদীটার কূলে,
আমায় তুমি সে পথ থেকে
নাও না তবে তুলে।
][ সমাপ্ত ][
আমাদের ফেসবুক পেইজটিতে লাইক দিয়ে আমাদের পাশে থাকার অনুরোধ রইলো।
দাড়িয়ে থাকি যদি,
পথটা আমার পথ থাকে না,
পথ হয়ে যায় নদী।
তোমায় দেখার আশায় থাকি
সেই নদীটার কূলে,
আমায় তুমি সে পথ থেকে
নাও না তবে তুলে। - [ ২ বার ]
একটা পলক - দেখার তাড়ায়,
একটা দিন আর রাতে।
আমার সকাল থমকে থাকে
কাজ থাকে না হাতে।
আর কিছু না, দেখবো তোমায়,
এই টুকুই তো দাবি।
তুমি আমার বন্ধ সময়,
খুলে দেবার চাবি।
তোমার কথায় তোমার পথে
দাড়িয়ে থাকি যদি,
পথটা আমার পথ থাকে না,
পথ হয়ে যায় নদী।
তোমায় দেখার আশায় থাকি
সেই নদীটার কূলে,
আমায় তুমি সে পথ থেকে
নাও না তবে তুলে।
][ সমাপ্ত ][
আমাদের ফেসবুক পেইজটিতে লাইক দিয়ে আমাদের পাশে থাকার অনুরোধ রইলো।
হাবিব ওয়াহিদ'র নদী গানটি সম্পর্কে কিছু তথ্যঃ
' নদী' শিরোনামের এই রোম্যান্টিক গানটির কথা লিখেছেন লুৎফর হাসান। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির মিউজিক ভিডিওতে পায়েলিয়া পায়েলের সাথে জুটি বেঁধে মডেলও হয়েছেন হাবিব ওয়াহিদ। নিসুক তারেক আজিজের পরিচালনায় গানটির মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছেন রুকসানা ওয়াহিদ। গানটি হাবিব ওয়াহিদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ৬ই ডিসেম্বর ২০১৮ সালে মুক্তি দেয়া হয়।
বাংলা নতুন সব গানের নির্ভুল লিরিক্স পেতে আমাদের ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখতে পারেন।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box