Tor Karone ( তোর কারনে ) Bangla Lyrics - Armaan Malik | Bengali Song (2017)

TOR KARONE BY ARMAAN MALIK FULL MP3 SONG LYRICS IN BANGLA : 
tor_karone_by_armaan_malik
তোর কারনে ( আরমান মালিক ) লিরিক্স 
TOR KARONE LYRICS From Armaan Malik : Presenting '' Tor Karone '' Bengali Romantic Song Lyrics in Bangla.This song is sung By Armaan Malik & Lyrics planned By  Isteaque Ahmed and Music Directed By Apeiruss.







SONG CREDITS :

Song - Tor Karone
Singer - Armaan Malik
Lyrics - Isteaque Ahmed
Tune - Apeiruss (Additional Tune: Rumman)
Music - Apeiruss (Samee, Shafi & Andy)

[ TOR KARONE BY ARMAAN MALIK FULL OFFICIAL MUSIC VIDEO ] 



][ TOR KARONE BY ARMAAN MALIK FULL BENGALI SONG LYRICS IN BANGLA ][ 

তোর কারনে , কেউ একলা মনে
পথ হাটে আজও, ভালোবাসা ছাড়া । 
তোর কি জানা,আজ তার সীমানা
কতো দূরে যাবে তোর,আশা ছাড়া ।


তুই ফিরে হারিয়ে গেলি , আবারই এ দূরে
কোন সে ঠিকানায় । 
তুই ফিরে দেয়ালের মেখে, দিলি খেয়ালে রঙ, মন আজ ভেসে যায় ।


হো... ... হো... ...... 
হো... ... হো... ......hmm..


তোর সে কথা, আজ সব অযথা ,
একলা একা এই শহর জুড়ে ,
দিন বিবাগী , তাই রাত্রি জাগি
ভেসে ভেসে কোন অচিন পুরে ।


তুই ফিরে হারিয়ে গেলি , আবারই এ দূরে
কোন সে ঠিকানায় । 
তুই ফিরে দেয়ালের মেখে, দিলি খেয়ালে রঙ, মন আজ ভেসে যায় । 

হো... ... হো... ...... 
হো... ... হো... ......hmm..
 না নানা না না..না নানা না না.. না নানা না না.. না নানানা না...

তোকে ফিরে চাই , তোকে ঘিরে তাই ,
আমার সকল চাওয়া ,
তোকে ছুঁয়ে যায় , নুয়ে নুয়ে যায় ,
আজ এই উদাস হাওয়া । - [ ২ বার ]

তুই ফিরে হারিয়ে গেলি , আবারই এ দূরে
কোন সে ঠিকানায় । 
তুই ফিরে দেয়ালের মেখে, দিলি খেয়ালে রঙ, মন আজ ভেসে যায় । 
 হো... ... হো... ...... 
হো... ... হো... ......hmm..

][ সমাপ্ত ][
 
লিরিক্সটি সংযুক্ত করেছেন : Masudul Islam Ch


[ পোস্ট কপি করে যেকোনো ধরনের বাণিজ্যিক ব্যবহার করা থেকে বিরত থাকুন ] 
#MyLyricsWiki.Com


বাংলা নতুন সব গানের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন।
Blogger দ্বারা পরিচালিত.