Ekakitte ( একাকিত্বে ) Bangla Lyrics - Minar Rahman | Bengali Song (2017)

EKAKITTE BY MINAR RAHMAN FULL MP3 SONG LYRICS IN BANGLA :
ekakitte-by-minar-mp3-song-lyrics-in-bangla
একাকীত্বে ( মিনার রহমান ) লিরিক্স 
EKAKITTE LYRICS By Minar Rahman : Presenting '' Ekakitte '' Bengali Song Lyrics in Bangla.This song is sung By Minar Rahman and Lyrics planned By Prince Mahmud.This is a track from the Album  Bhumiputro.



SONG CREDITS :

Singer : Minar Rahman
Album : Bhumiputro
Lyric : Prince Mahmud
Tune : Prince Mahmud
Music : Emon Chowdhury


][ EKAKITTE BY MINAR RAHMAN FULL BENGALI SONG LYRICS IN BANGLA ][ 

একাকিত্বের কোনো মানে নেই ,
কোনো মানে নেই ,
নিরব চিত্তে গান নেই ,
কোনো গানে নেই । - [ ২ বার ]


হলদে বাতাসে ওড়ে,
খসে পড়া পাখির পালক ।
স্মৃতি জাল হাতড়ে মরে ,
কোন এক বিষণ্ণ বালক ।


আজ সে কোথায় আছে?
কোথা সে রঙের শহর?
সেখানে কী গাঢ় রাত হয় ?
নেমে আসে কাকভোর ? - [ ২ বার ]


কাটাছেড়া ,
গাঢ় রাতের আলাপন,
তবে প্রস্থান কেন এমন ?
বিনিদ্রক্ষন সঙ্গী যখন ।
এ কোন জীবন ?
এ কোন জীবন ?
বদলে গেছে ।  - [ ২ বার ]


আজ সে কোথায় আছে?
কোথা সে রঙের শহর?
সেখানে কী গাঢ় রাত হয় ?
নেমে আসে কাকভোর ? - [ ২ বার ]


একাকিত্বের কোনো মানে নেই ,
কোনো মানে নেই ,
নিরব চিত্তে গান নেই ,
কোনো গানে নেই । - [ ২ বার ]



হলদে বাতাসে ওড়ে,
খসে পড়া পাখির পালক ।
স্মৃতি জাল হাতড়ে মরে ,
কোন এক বিষণ্ণ বালক ।



আজ সে কোথায় আছে?
কোথা সে রঙের শহর?
সেখানে কী গাঢ় রাত হয় ?
নেমে আসে কাকভোর ? - [ ২ বার ]


][ সমাপ্ত ][



:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 


আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন । আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে ।

Blogger দ্বারা পরিচালিত.