Palbhanga ( পালভাঙ্গা ) Lyrics - Tanjib Sarowar | Bengali Song 2017
PALBHANGA BY TANJIB SAROWAR FULL MP3 SONG LYRICS IN BANGLA :
পালভাঙ্গা ( তানজিব সারোয়ার ) লিরিক্স |
SONG CREDITS :
Song Name : Palbhanga
Singer : Tanjib Sarowar
Lyrics :
Music : Sajid Sarkar
][ PALBHANGA BY TANJIB SAROWAR FULL SONG LYRICS IN BANGLA ][
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
পালভাঙ্গা বাতাসে কেদেছি কত একা ,
কেউ দেখে নি পাহাড়ের কত জল ।
কিছু ভুল বোঝা থাকবেই ,এটাই তো নিয়তি
তাই বলে কি ছুঁড়ে ফেলে দেবে ।
জানি নির্মলা চাঁদ , তবু ঘুরে তাকাও
তোমার , পাথর হৃদয় , ভুলতে পারে । - [ ২
বার ]
পালভাঙ্গা বাতাসে কেদেছি কত একা ,
কেউ দেখে নি পাহাড়ের কত জল ।
সব গুলো আজ ঘুম পাড়িয়ে বাঁচায় ... ,
ও... বিসাধে ভয় , এ চার দেয়ালের
খাঁচায় ।
বহে বাতাস, আমি পালভাঙ্গা সেই নামি ,
তোমার ঝড়ে , আমি সাঁতরে উঠি তীরে ।
পালভাঙ্গা বাতাসে কেদেছি কত একা ,
কেউ দেখে নি পাহাড়ের কত জল ।
মাটি চাপা , সব সুখ সাধের এই আশা ... ,
ও... ব্যর্থতা , আর হাসতে আমি
পারিনা... ।
বহে বাতাস, আমি পালভাঙ্গা সেই নামি ,
তোমার ঝড়ে , আমি সাঁতরে উঠি তীরে ।
পালভাঙ্গা বাতাসে কেদেছি কত একা ,
কেউ দেখে নি পাহাড়ের কত জল ।
কিছু ভুল বোঝা থাকবেই ,এটাই তো নিয়তি
তাই বলে কি ছুঁড়ে ফেলে দেবে ।
][ সমাপ্ত ][
::::::::::::::::::::::::::::::::::::
:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US ::::::
আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন । আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে ।