Akhon ( এখন ) Bangla Lyrics - Minar Rahman | Bengali Song 2017

AKHON BY MINAR RAHMAN MP3 SONG LYRICS IN BANGLA :
akhon-by-minar-lyrics-in-bangla
এখন ( মিনার ) লিরিক্স 
AKHON LYRICS By MINAR RAHMAN : Presenting '' Akhon '' Bengali Romantic Song Lyrics in Bangla.This Song is Sung By Minar Rahman and Also Lyrics Planned By Himself.Download '' AKHON BY MINAR MP3 SONG'' & Enjoy.











SONG CREDITS :

Song Name : Akhon
Singer : Minar Rahman
Lyrics : Minar Rahman
Label : Gaanchill Music



][ AKHON BY MINAR RAHMAN FULL BENGALI SONG LYRICS IN BANGLA ][ 


:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

এখন আমার ভালো থাকা ,
আমার উপর নেই... ।
এখন আমার আমি বাঁচে ,
ঘিরে তোমাকেই ।  - [ ২ বার ]

আমি পুড়ে যাই , মরে যাই ,
তোমার হাসির শূন্যতায় ।
আমি ভেসে যাই , হেসে যাই ,
তোমার স্বপ্নের পূর্ণতায় ।



এখন আমার ভালো থাকা ,
আমার উপর নেই... ।
এখন আমার আমি বাঁচে ,
ঘিরে তোমাকেই ।

আমি পুড়ে যাই , মরে যাই ,
তোমার হাসির শূন্যতায় ।
আমি ভেসে যাই , হেসে যাই ,
তোমার স্বপ্নের পূর্ণতায় ।

হঠাৎ করেই এলে তুমি ,
আমার মনের পৃথিবীতে ,
আমায় ভাসিয়ে দিলে ,
অবুঝ কবি সারিতে ।

আমি লিখে যাই , লিখে গাই ,
গল্প কবিতার গান ।
তুমি হয়েছো, রয়েছো ,
সব কিছুরই প্রান ।

আমি পুড়ে যাই , মরে যাই ,
তোমার হাসির শূন্যতায় ।
আমি ভেসে যাই , হেসে যাই ,
তোমার স্বপ্নের পূর্ণতায় ।

এখন আমার ভালো থাকা ,
আমার উপর নেই... ।
এখন আমার আমি বাঁচে ,
ঘিরে তোমাকেই ।

আমি পুড়ে যাই , মরে যাই ,
তোমার হাসির শূন্যতায় ।
আমি ভেসে যাই , হেসে যাই ,
তোমার স্বপ্নের পূর্ণতায় । - [ ২ বার ]


][ সমাপ্ত ][

:::::::::::::::::::::::::::::::::::::::::::::



:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 


আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন । আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে ।

Blogger দ্বারা পরিচালিত.