URECHE MON ( উড়েছে মন ) Bangla Lyrics - BOSS 2 | Arijit Singh

URECHE MON ( BOSS 2 ) FULL MP3 SONG LYRICS IN BANGLA : 

ureche-mon-mp3-song-download-boss-2-movie-song
উড়েছে মন ( অরিজিৎ সিং ) লিরিক্স 
URECHE MON LYRICS From BOSS 2 : Presenting '' Ureche Mon '' Bengali Romantic Song Lyrics in Bangla.This song is Sung By  Arijit Singh and Music By Jeet Gannguli.Ureche Mon Lyrics Planned By Pranjal.This is a Track from the Movie BOSS 2.










SONG CREDITS : 
............

Song : Ureche Mon
Singers : Arijit Singh
Music : Jeet Gannguli
Lyrics : Pranjal
Movie : Boss 2
............



[ URECHE MON FULL VIDEO SONG ] 

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::



::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

][ URECHE MON ( BOSS 2 Bengali Movie ) FULL SONG LYRICS IN BANGLA ][ 

উড়েছে মন , পুড়েছে মন
যা ছিলো আমার সবই ,তোর হাতে ।

আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর
মনে মেঘ জমে ,
জানালার হাওয়াতে , ছাওয়াতে
মনের রোদ কমে।

দিন শুরু , তোর কথায় ,
তুই ছাড়া নামে না রাত ,
চাঁদ থেকে ।

চল হারাই , সব ছেড়ে
তোর সাথেই ফুরবে দিন , আজ থেকে ।


উড়েছে মন , পুড়েছে মন
যা ছিলো আমার সবই ,তোর হাতে ।  - [ ২ বার ]

আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর
মনে মেঘ জমে ,
জানালার হাওয়াতে , ছাওয়াতে
মনের রোদ কমে।

লিখে যাই গল্প না থাকুক ,
ভুলে যাই যন্ত্রণাটুকু ,
মন আমার তোর ইশারাই, খুঁজে বেড়াই
স্বপ্ন স্বপ্ন দেশ ।


দূরে যায় অল্প অল্প সে ,
সত্যি না গল্প গল্প সে ,
মন আমার সবই হারাই ,
খুঁজে বেড়াই তোরই আবেশে  ।

দিন শুরু , তোর কথায় ,
তুই ছাড়া নামে না রাত ,
চাঁদ থেকে ।


উড়েছে মন , পুড়েছে মন
যা ছিলো আমার সবই ,তোর হাতে ।

আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর
মনে মেঘ জমে ,
জানালার হাওয়াতে , ছাওয়াতে
মনের রোদ কমে।

চলে যাই দুচোখের পথে ,
বলে যাই কথা তোরই যে ,
মন আমার ভব ঘুরে , যাবে দূরে
তোকে না পেলে ।

কেন তুই দূরে দূরে বল,
আকাশে উড়ে উড়ে চল ,
মিশে যাই এই আকাশে , তোর বাতাসে
পাখনা মেলে ।



দিন শুরু , তোর কথায় ,
তুই ছাড়া নামে না রাত ,
চাঁদ থেকে ।

উড়েছে মন , পুড়েছে মন
যা ছিলো আমার সবই ,তোর হাতে ।


আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর
মনে মেঘ জমে ,
জানালার হাওয়াতে , ছাওয়াতে
মনের রোদ কমে।

][ সমাপ্ত ][


::::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 



এই গানের লিরিক্সটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের  ফেসবুক পেজ এ লাইক করুন । আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে । 


Blogger দ্বারা পরিচালিত.