Mukhosh ( মুখোশ ) Bangla Lyrics - Pritom Hasan | Bengali Song Lyrics

MUKHOSH BY PRITOM HASAN FULL MP3 SONG LYRICS IN BANGLA : 

mukhosh-by-pritom-hasan-mp3-song-download
মুখোশ ( প্রীতম হাসান ) লিরিক্স 
MUKHOSH LYRICS BY PRITOM HASAN : Presenting '' Mukhosh '' Bengali Song Lyrics In Bangla.This song is Sung By Pritom Hasan and Lyrics planned By Pritom Hasan & Rakib Hasan Rahul.
...........

...........







SONG CREDITS : 
............

Song : Mukhosh

Singer : Pritom Hasan

Lyric : Pritom Hasan & Rakib Hasan Rahul

Tune : Pritom Hasan

Music : Pritom Hasan



][ MUKHOSH BY PRITOM HASAN FULL BENGALI SONG LYRICS IN BANGLA ][ 
যে চোখে হাসি ছিলো , আজ ঝরে নোনাজল ,
কেন নীরবে ... ।
একটু একটু করে , এতোটা করে দিলে পর ,
বলো না কবে ... ।

এইতো শেষ দেখা, পাবে না আর আমাকে ,
আমি স্মৃতি গুলো কবর দেবো ,
এই দুহাতে ... ।

তুমি ছাড়া ভালো থাকার , এক মিথ্যে মুখোশ পরে ,
হেটে যাবে জীবন বহুদূরে ।
যদি কখনো মনে পরে , তবে তুমি পাবে খুঁজে ,
হারিয়ে যাওয়া কোনো সুরে ।

এতোটা ঘৃণা ছিলো ,
বুঝিনি কখনো আমার নামে ।
হাসিমুখে করে দিলে
আমায় অপরাধী পরিণামে ।

তাইতো প্রতিদিন প্রাণহীন , হয়ে বেঁচে থাকা ,
তুমি দূরে থেকে ধীরে ধীরে  ,
শিখো ভুলে যাওয়া ।


তুমি ছাড়া ভালো থাকার , এক মিথ্যে মুখোশ পরে ,
দেখ দেখ হাসতে পারি  , এ বুকে পাথর রেখে ,
বুঝবে না কোনোদিনও ভুলে ... ।

তুমি ছাড়া ভালো থাকার , এক মিথ্যে মুখোশ পরে ,
ও... হেটে যাবে জীবন বহুদূরে ।


][ সমাপ্ত ][



::::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 



এই গানের লিরিক্সটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের  ফেসবুক পেজ এ লাইক করুন । আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে । 



Blogger দ্বারা পরিচালিত.