Tomar amar ( তোমার আমার ) - Lyrics | Tahsan & MIthila | Tahsan New Song Lyrics 2016

Tomar amar ( তোমার আমার ) - Lyrics | Tahsan & MIthila 



তোমার আমার তাহসান মিথিলা লিরিক্স 
Tomar amar ( তোমার আমার ) - Lyrics : Tomar Amar ( তোমার আমার )  is a Bangla Romatic Sad Song Sung By Tahsan And Mithila.This song is taken From the Drama "Mr and Mrs" By Mizanur Rahman Aryan. Tomar Amar By Tahsan Lyrics By Mithila . Music By Sajid Sharkar. তোমার আমার লিরিক্স 







Song: Tomar Amar
Singer : Tahsan & Mithila
Lyric : Mithila
Tune : Sajid Sarkar
Music : Sajid Sarkar
Telifilm : "Mr and Mrs"
Label : Cd Choice
Cast : Tahsan & Mithila
Director : Mizanur Rahman Aryan



Tomar amar ( তোমার আমার ) - Lyrics   ; 


তোমার আমার টুকরো সুতোর বাঁধন
যেন জাদুর মত টানছে আমায় 
আলতো করে বাঁধছে আমায়
ভাঙছে আমার সাধন

তোমার চোখে আয়না দেখে
চোখে চোখে গল্প করে
রাত দুপুরে স্পর্শ করে
উড়ছি আমি এখন

চোখের তারায় উষ্ণ বালিশ
তোমায় কেবল খুঁজে
ঝুম দুপুরে বৃষ্টি হলে
মেঘলা কেন সাজেঁ

তুমি আমার অন্ধকারের আলো
মিষ্টি জোড়া কানের দুলে
রোদ মাখানো সকাল জুড়ে
তুমি আমায় বাসো ভালো

তোমার হাতে স্বপ্ন মেখে
মেঘের ডানা চড়ে 
স্বপ্ন দিয়ে তোমায় আঁকি
অভিমানের ঘোরে


তুমি আমার অন্ধকারের আলো
মিষ্টি জোড়া কানের দুলে
রোদ মাখানো সকাল জুড়ে
তুমি আমায় বাসো ভালো

তোমার চোখে আয়না দেখে
চোখে চোখে গল্প করে
রাত দুপুরে স্পর্শ করে

উড়ছি আমি এখন

][ সমাপ্ত ][


Blogger দ্বারা পরিচালিত.