Shobai Chole Jabe( সবাই চলে যাবে ) - Lyrics | IMRAN & PALAK MUCHHAL

Shobai Chole Jabe( সবাই চলে যাবে ) - Lyrics |  IMRAN & PALAK MUCHHAL


সবাই চলে যাবে 
Shobai Chole Jabe( সবাই চলে যাবে )  Lyrics : Shobai Chole Jabe is a bangla Song Sung By Famous Bangladeshi Singer IMRAN Mahmudul and famous Indian Singer PALAK MUCHHAL.Shobai Chole Jabe song Lyrics By  Zulfiqer Russell.Tune and Music By Imran . This Song is from the album Amar Ichchhe Kothayসবাই চলে যাবে লিরিক্স





Song: Shobai Chole Jabe
Singer: Imran & Palak Muchhal
Lyrics: Zulfiqer Russell
Tune & Music: Imran
Album: Amar Ichchhe Kothay
Cast: Imran & Saira
Production: Prekkha Greeho
Label: Soundtek
Online Partner: POD


Shobai Chole Jabe ( সবাই চলে যাবে )  - লিরিক্স ঃ 


সবাই চলে যাবে ...একজনই পারবে না 
একজন কেউ থাকুক ... যে তোমাকে ছারবেনা । ( ২ বার ) 


মন ভাল নেই জানি মন তবু হারবে না , 
একজন কেউ থাকুক ... যে তোমাকে ছারবেনা ।


সবাই চলে যাবে ...একজনই পারবে না 
একজন কেউ থাকুক ... যে তোমাকে ছারবেনা । ( ২ বার ) 



একজনই কেউ ভালবেসে যাবে 
থেকে থেকে দুঃখ সুধু পাবে , 
করবেনা কেউ হিসেব নিকেশ 
কারো ধার ধারবেনা । ( ২ বার ) 




মন ভাল নেই জানি মন তবু হারবে না , 
একজন কেউ থাকুক ... যে তোমাকে ছারবেনা ।


সবাই চলে যাবে ...একজনই পারবে না 
একজন কেউ থাকুক ... যে তোমাকে ছারবেনা । ( ২ বার ) 



একজনই কেউ হৃদয় বুঝে নেবে , 
সাগর সেঁচে মুক্তো এনে দেবে । 
চাইলেও পাবে না চাইলেও  নিজের কথা ভাববে না । ( ২ বার ) 




মন ভাল নেই জানি মন তবু হারবে না , 
একজন কেউ থাকুক ... যে তোমাকে ছারবেনা ।




সবাই চলে যাবে ...একজনই পারবে না 
একজন কেউ থাকুক ... যে তোমাকে ছারবেনা । ( ২ বার )

][ সমাপ্ত ][

Blogger দ্বারা পরিচালিত.