Obhimani Mon ( অভিমানি মন ) Lyrics | Prem Ki Bujhini Bengali Movie Song 2016

Obhimani Mon ( অভিমানি মন ) Lyrics | Prem Ki Bujhini Bengali Movie Song 2016

অভিমানী লিরিক্স 

Obhimani Mon ( অভিমানি মন ) Lyrics  :  Presenting ''Prem Ki Bujhini'' Bangla Romatic Movie's another Track Called OVIMANI MON song Lyrics.This Beautiful Song Sung By Shadab Hashmi. Ovimani Mon is a Romantic Song Music Directed By Savvy.Enjoy The Most Beautiful Track with Lyrics.




OVIMANI MON SONG CREDITS :
Song :- Obhimani Mon ( Full Video)
Movie :- Prem Ki Bhujini (Love Not Understood)
Starring :- OM and Subhashree
Singer :- Shadab Hashmi
Composer :- Savvy
Lyrics :- Priyo


OVIMANI MON LYRICS : 

একি হল শেষে কাছাকাছি এসে কি না রাজি 
মিললো না ... ( ২ বার ) 


ও ... ও...মন কি যে খোঁজে , এতো কিছু বোঝে 
প্রেম কেন বুঝলনা ... 

কেন দুজনেই হেরে যায় জিততে গিয়ে , 
আজও কেন সে লড়াই থামে না ... 
কেন নিজেরাই থেকে যায় প্রশ্ন হয়ে , 
কোন উত্তর আর মেলে না ...। 

অভিমানী মন ... এই অভিমানি মন... 
অভিমানি মন মানে না ।



অভিমানী মন ... এই অভিমানি মন... 
এই অভিমানি মন ... মানে না ।



আজ শুভ দিনে বেথা ঢেকে মনে , 
মুখে হাসি একে যায় । 

ফুল ছিরে কাঁটা , পথে তবু হাঁটা , 
থামবে যে কে কোথায় ... 

দুটি মন কি ভেসে যাবে ভুলের স্রোতে , 
কেউ ভুলটা নিজের দেখে না । 
কেন নিজেরাই থেকে যায় প্রশ্ন হয়ে , 
কোন উত্তর আর মেলে না । 




অভিমানী মন ... এই অভিমানি মন... 
অভিমানি মন মানে না ।



অভিমানী মন ... এই অভিমানি মন... 
এই অভিমানি মন ... মানে না ।

][ সমাপ্ত ][ 
Blogger দ্বারা পরিচালিত.