Valobashar Pongktimala(ভালবাসার পংক্তিমালা) - Lyrics | Tahsan New Song Lyrics 2016

Valobashar Pongktimala(ভালবাসার পংক্তিমালা) - Lyrics | Tahsan New Song Lyrics 2016



VALOBASHAR PONGKTIMALA LYRICS

Valobashar Pongktimala(ভালবাসার পংক্তিমালা) - Lyrics :  Valobashar Pongktimala ভালবাসার পংক্তিমালা লিরিক্স Is A Bangla Romatic Song Sung By Famous Bangladeshi Singer TAHSAN . This song is composed By Bonny Ahmed . Valobashar Pongktimala By Tahsan Lyrics By  T.M. Shabbir . 





Valobashar Pongktimala
Singer : Tahsan
Lyric : T.M. Shabbir
Tune & Music : Bonny Ahmed
Drama : Valobashar Pongktimala
Label : Cd Choice
Cast : Tahsan, Mithila, Toya, Mamo, Apurba & Iresh Zaker

Director : Shihab Shaheen




Valobashar Pongktimala(ভালবাসার পংক্তিমালা) - BANGLA Lyrics : 


একপা এগুতে গিয়ে ভুলে যাই পথ 
অচেনা সময়ের সে পুরনো শপথ । ( ২ বার ) 

হঠাৎ এসে তুমি ধরেছিলে হাত 
দিয়ে গেলে আমাকে  নতুন প্রভাত । 
তবু কেন তোমায় দুঃখ দিলাম 
শুখনো আকাশের মেঘ ছড়ালাম । 


দেখ ঐ ভালোবাসা বাড়াল আঙ্গুল 
কোন এক কোনে  ভাঙাল সেই ভুল । 
চল সব ছুড়ে ফেলে জিবন আঁকি । ( ২ বার ) 


বৃথা সব অজুহাত তোমায় ভালোবাসি । 

একাকী ছিলাম যখন এতটাকাল 
বুঝিনি আমি ক্লান্ত সকাল বিকাল ( ২ বার ) 


চমকে এলে তুমি হাতে নিয়ে ঘুম , 
ভেজালে স্বপ্ন আমার বৃষ্টিতে ঝুম । 
এখন জানি আমি প্রেম মানে কি 
এ যেন তোমার চোখে সব আকুতি ( ২ বার ) 


দেখ ঐ ভালোবাসা বাড়াল আঙ্গুল 
কোন এক কোনে  ভাঙাল সেই ভুল । 
চল সব ছুড়ে ফেলে জিবন আঁকি । ( ২ বার ) 


বৃথা সব অজুহাত তোমায় ভালোবাসি । 


জীবন যেখানে যেমন ইচ্ছে মতো 
আমিও স্রোতে ভেসেছি যখন তখন , 
ভুলেছি নিজেকে আমি এতোটা সময় । 
বুঝিনি কি যে আছে ভালবাসায় 
এতদিনে জেনেছি ভালবাসা কি 
এ যেন পরাজয় জয়ের অনুভূতি । 


দেখ ঐ ভালোবাসা বাড়াল আঙ্গুল 
কোন এক কোনে  ভাঙাল সেই ভুল । 
চল সব ছুড়ে ফেলে জিবন আঁকি । ( ২ বার ) 


বৃথা সব অজুহাত তোমায় ভালোবাসি । 

][ সমাপ্ত ][ 
Blogger দ্বারা পরিচালিত.