TOR NAME LIKHECHI ( OSTITTO ) - BANGLA LYRICS | তোর নামে লিখেছি হৃদয় - ( অস্তিত্ব ) বাংলা লিরিক্স

TOR NAME LIKHECHI ( OSTITTO ) - BANGLA LYRICS | তোর নামে লিখেছি হৃদয় - ( অস্তিত্ব ) বাংলা  লিরিক্স 

TOR NAME LIKHECHI ( OSTITTO ) - BANGLA LYRICS


Song Title: Tor Name Likhechi

Film name:OSTITTO “অস্তিত্ব” (2016)
Production House:Dream Box LTD.
Distribution: Action Cut Entertainment
Producer: Carlos Saleh
Film Director: Anonno Mamun
DOP: Venkat Gangadhikari
Starring: Arifin Shuvo, Tisha
Chief Assistant Director: Osman Miraz
Assistant Director: Jamrul Raju and Rabbani
Music Director: Akassh
Lyrics: Priyo Chattapaddhay
Singers: Akassh

আর নয় অজানা,
এ প্রেমের ঠিকানা,
তবু বারে বারে বলতে ইচ্ছে হয় ,
তোর নামে, তোর নামে,
তোর নামে লিখেছি হৃদয় ।

তোর নামেতোর নামে,
তোর নামে লিখেছি হৃদয় ( ২ বার ) 

মনের আকাশে, যত স্বপ্ন সাজানো,
তোকে নিয়ে সব তা বুঝিনি কেন ? ( ২ বার )


আর নেই দোটানা, 
ছুঁয়ে তোর সীমানা .


এক সাথে পথ চলতে ইচ্ছে হয় ।

তোর নামেতোর নামে,


তোর নামে লিখেছি হৃদয় ( ২ বার ) 

 ( ওও ...। )


তোর ঐ দুচোখে,
চাই নিজেকে খুঁজে ,
প্রেমের মানে কি তা নিয়েছি বুঝে ( ২ বার )



আর কেউ একানা ,
নিয়ে তোর জোছনা,
সপ্নের রাত জাগতে ইচ্ছে হয়।

তোর নামেতোর নামে,


তোর নামে লিখেছি হৃদয় ...।।


Blogger দ্বারা পরিচালিত.