Ureche Dhulo ( MENTAL ) - BANGLA LYRICS | উড়েছে ধুলো - ( মেন্টাল ) - বাংলা লিরিক্স
Ureche Dhulo ( MENTAL ) - BANGLA LYRICS | উড়েছে ধুলো - ( মেন্টাল ) - বাংলা লিরিক্স
Ureche Dhulo Lyrics Mp3 Free Download |
Movie: Mental
Singer: Md. Irfan
Music: DABBU
Lyrics: Prosen
Music Label: Banglaxpress Film's
Global Distribution & Digital Partner ▶️ HTM Entertainment, Inc.
উড়েছে ধুলো পুড়ে
গেছে ঘুম ,
এমনি হাওয়া দিলো
প্রেম আলুন,
বুঝি পরে গেছি
প্রেমে আজকে তোর...
বুকের ঘড়ি ছোটে তোর
দিকে,
ছোড়া ইশারা উঠে তোর
দিকে,
জানি পরে গেছি
প্রেমে আজকে তোর...
কি খেয়াল, কি খুশি
,ভুলে যাই,
অবিরাম বদলা হতে
চায়......
নিজেকে পারছিনা রাখতে
আর ,
ইচ্ছেরা দিচ্ছে না,
থাকতে আর ।
নিজেকে পারছিনা
রাখতে আর ,
ইচ্ছেরা দিচ্ছে না, থাকতে আর ।
জানলা মনের খালি,
তুই উড়েতো এসে বোস,
চাইলে করে নেব, তোর
ইচ্ছে মতো আপোষ।
নতুন নতুন রঙের
হদিশ, মরণ কোন গান ,
পাড়িস যদি আমাকে
দিস,
একটু
আসমা......
নিজেকে পারছিনা
রাখতে আর ,
ইচ্ছেরা দিচ্ছে না, থাকতে আর ।
নিজেকে পারছিনা
রাখতে আর ,
ইচ্ছেরা দিচ্ছে না, থাকতে আর ।
চুপটি আছে চিঠি যদি
বলিসতো পাঠাই ,
ছুঁয়ে দিলে ছায়া যেন
কেমন হয়ে যায় ।
পাগল পাগল বিষের
নেশা ,
থাকলে সাথে তুই,
উথাল পাথাল সাগর
খেলা,
বাথবো দুই চুরুই...
নিজেকে পারছিনা
রাখতে আর ,
ইচ্ছেরা দিচ্ছে না, থাকতে আর ।
নিজেকে পারছিনা
রাখতে আর ,
ইচ্ছেরা দিচ্ছে না, থাকতে আর ।