MEGH By SHOHEL MEHEDI - BANGLA LYRICS | মেঘ ( সোহেল মেহেদি ) - বাংলা লিরিক্স


MEGH By SHOHEL MEHEDI - BANGLA LYRICS | মেঘ ( সোহেল মেহেদি ) - বাংলা লিরিক্স 

megh By Shohel Mehedi Lyrics


মেঘ ভাসে আকাশে , রোদের নেই দেখা...
মেঘের মত আমার হৃদয়টা  বড় একা ...
( সুর ...... )
হম ... মেঘকে করেছি  বন্ধু আমার জলেতে ভিজবো বলেই ...

( সুর ...... )

মন ভিজে , আমিও ভিজি, ভিজে যায় সব আশা ......
আসেনাতো সে ফিরে... ছুঁয়ে যায় হতাশা

 মন ভিজে , আমিও ভিজি, ভিজে যায় সব আশা ......
আসেনাতো সে ফিরে... ছুঁয়ে যায় হতাশা......

মেঘকে করেছি  বন্ধু আমার জলেতে ভিজবো বলেই ,
ও  হো, মেঘকে করেছি  বন্ধু আমার জলেতে ভিজবো বলেই
( সুর…)

চোখ মেলে হতাৎ দেখি , বৃষ্টিও গেছে সরে,
আমি শুধু খুঁজি তারেই, মেঘ আর রোদ্দুরে...
হম্চোখ মেলে হতাৎ দেখি , বৃষ্টিও গেছে সরে,  
আমি শুধু খুঁজি তারেই, মেঘ আর রোদ্দুরে......

মেঘকে করেছি  বন্ধু আমার জলেতে ভিজবো বলেই ,
  হো, মেঘকে করেছি  বন্ধু আমার জলেতে ভিজবো বলেই

( ............)

Blogger দ্বারা পরিচালিত.