DU CHOKHE SHUDHU TUI ( SOHEL MEHEDI ) - BANGLA LYRICS | দু চোখে সুধু তুই ( সোহেল মেহেদি ) - বাংলা লিরিক্স
DU CHOKHE SHUDHU TUI ( SOHEL MEHEDI ) - BANGLA LYRICS | দু চোখে সুধু তুই ( সোহেল মেহেদি ) - বাংলা লিরিক্স
Bole diyeci by Sohel Mehedi Bangla Lyrics
Bole diyeci by Sohel Mehedi Bangla Lyrics
যদি আমি মরে যাই , একদিন,
মরে গিয়ে সরে যাই
কোনদিন
সুরে গিয়ে চলে যাই
বহুদূর,
যাবে কি সাথে তুমি কতদুর ।
বলনা, আর একবার, হবে
কি, সাথী আমার
বলনা, আর একবার, সাথি হবে অজানায়......
বলে দিয়েছি , আমি ,
তোমারই ,
বলেতো দিয়েছি ,তুমি
আমারই ।
বলে দিয়েছি , আমি , তোমার
বলেতো দিয়েছি ,তুমি আমার ।
( সুর...।। )
ভালোবাসা মানে,
তোমার, ভালোতে বস
গভীর ভিসাধে,
আনন্দের আকাশ ।
সেই ভালোবাসা আমায় ,
দেবেকি ,বারে বার
।
বলনা, আর একবার, হবে কি, সাথী আমার
বলনা, আর একবার, সাথি হবে অজানায়......
বলে দিয়েছি , আমি , তোমারই ।
বলেতো দিয়েছি ,তুমি আমারই
বলে দিয়েছি , আমি , তোমার
বলেতো দিয়েছি ,তুমি আমার ।
( সুর...... )
জীবন জুড়ে সুধু আমার
ইচ্ছেটার
আবার পাবো বলে,
হারাতে কে চায় ।
আমার বরং ইচ্ছে ,
তোমার সাথেই হারাবার
বলনা, আর একবার, হবে কি, সাথী আমার
বলনা, আর একবার, সাথি হবে অজানায়......
বলে দিয়েছি , আমি , তোমারই ,
বলেতো দিয়েছি ,তুমি আমারই ।
বলে দিয়েছি , আমি , তোমার,
বলেতো দিয়েছি ,তুমি আমার ।
বলে দিয়েছি , আমি , তোমারই ,
বলেতো দিয়েছি ,তুমি আমারই ।
বলে দিয়েছি , আমি , তোমার,
বলেতো দিয়েছি ,তুমি আমার ।