RAATBHOR ( IMRAN ) - BANGLA LYRICS | রাত ভর ( ইমরান) - বাংলা লিরিক্স
RAATBHOR ( IMRAN ) - BANGLA LYRICS | রাত ভর ( ইমরান) - বাংলা লিরিক্স
RAATBHOR BY IMRAN BANGLA LYRICS AND FULL SONG |
গান: রাত ভর
কন্ঠ: ইমরান মাহমুদুল
কথা: রবিউল ইসলাম জীবন
মুভি: সম্রাট
সারা রাতভর
চোখের ভেতর
স্বপ্নে তোমার আনাগোনা।
নেমে আসে ভোর
থাকে তবু ঘোর,
হাওয়ায় হাওয়ায় জানা শোনা।
তুমি দেখা দিলে তাই
মনে জাগে প্রেম প্রেম কল্পনা।
আমি তোমার হতে চাই,
এটা মিথ্যে কোন গল্প না।
ছুঁয়েছ হৃদয় আমার প্রেমেরই আবীর মেখে,
ডুবেছি তোমার মাঝে নিজেকে আড়াল রেখে।
তুমি আছো ভাবনাতে
পুরোটাই একটুও অল্প না।
আমি তোমার হতে চাই,
এটা মিথ্যে কোন গল্প না।
ফুরিয়ে যাক না সময় তোমাকে দেখে দেখে,
আবেগী হোক না জীবন সুখেরই গল্প লেখে।
শুধু তোমায় নিয়ে আমি সাজাই
এ মনের সব জল্পনা।
আমি তোমার হতে চাই,
এটা মিথ্যে কোন গল্প না।