Khub Kachakachi Lyrics (খুব কাছাকাছি) - Mahtim Shakib | Mon Dite Chai Natok Song
KHUB KACHAKACHI MP3 SONG LYRICS BY MAHTIM SHAKIB
![]() |
খুব কাছাকাছি লিরিক্স |
Credits -
- Song : Khub Kachakachi
- Singer : Mahtim Shakib
- Lyrics - Faisal Rabbikin
- Music - Rezwan Sheikh.
- Label : Sultan Entertainment.
- Release Date : Jul 9, 2021
Khub Kachakachi Song by Mahtim Shakib
Khub Kachakachi Lyrics Mahtim Shakib
যদি কষ্ট এসে ঘিরে ধরে তোমায়,
কখনো যদি শূন্যতা মেঘ ছড়ায়,
যদি কাছের মানুষ দূরে চলে যায়,
লাগে যদি কখনো নিরুপায়। - [ ২ বার ]
শুধু যেন ছায়া হয়ে আমি,
আছি খুব কাছাকাছি।
মনে রেখো আগলে তোমায়,
আছি খুব কাছাকাছি।
এই পৃথিবী বদলে গেলে,
একই রবে ভালোবাসা।
সব হাত ছেড়ে গেলেও,
থাকবো হয়ে ভরসা।
এই পৃথিবী বদলে গেলে,
একই রবে ভালোবাসা।
সব হাত ছেড়ে গেলেও,
থাকবো হয়ে ভরসা।
শুধু যেন ছায়া হয়ে আমি,
আছি খুব কাছাকাছি।
মনে রেখো আগলে তোমায়,
আছি খুব কাছাকাছি।
যতটুকু মুখে বলি,
তার থেকে চাই বেশি।
যতটাই দূরে যাই,
ফিরে তবু ঠিকই আসি। - [ ২ বার ]
শুধু জেনো ছায়া হয়ে আমি,
আছি খুব কাছাকাছি।
মনে রেখো আগলে তোমায়,
আছি খুব কাছাকাছি।
শুধু জেনো ছায়া হয়ে আমি,
আছি খুব কাছাকাছি।
মনে রেখো আগলে তোমায়,
আছি খুব কাছাকাছি।
][সমাপ্ত][
বাংলা গানের নির্ভুল এবং গোছানো লিরিক্সটি পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করতে ভুলবেন না। বাংলা ভাষায় একমাত্র আমরাই প্রতিটি গানের লিরিক্স খুব সতর্কতার সাথে প্রকাশ করে থাকি।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box