Bhalobasha Baki Lyrics (ভালোবাসা বাকি) - Popeye Bangladesh
BHALOBASHA BAKI MP3 SONG LYRICS IN BANGLA BY POPEYE
![]() |
ভালোবাসা বাকি লিরিক্স |
BHALOBASHA BAKI LYRICS POPEYE - Presenting, Bhalobasha Baki Song Lyrics, Sung by the band Popeye Bangladesh and lyrics was penned by Popeye and composed by Farman Mehdi.While Bhalobasha Baki Song is produced by Talat Minhaz.
- Song : Bhalobasha Baki
- Singer : Popeye
- Lyrics - Popeye
- Music - Popeye & Farman Mehdi
- Label : Popeye Bangladesh
- Release Date : Jan 23, 2015
Bhalobasha Baki Song By Popeye
Bhalobasha Baki Lyrics Popeye
কিছুক্ষন থেকে যাও,
যেও না এখনি।
তোমাকে দু'চোখ ভরে,
দেখার আরো যে বাকি।
কাছে এসে
জড়িয়ে ধরা বাকি,
ভালোবাসি
তোমাকে বলা বাকি।
যত ব্যথা তোমার
নিজের করা বাকি,
এ জীবন তোমার
নামে লেখা বাকি।
যখনি তুমি কাছে,
সময় কাটে হেসে,
লাগে জানালা তুমি
বদ্ধ এই মনে।
বিষণ্ণতা কেটে যায়
তোমারই ছোঁয়ায়,
যে ছোঁয়া আমার আরও চাওয়া বাকি।
একি সাথে
সকাল দেখা বাকি,
সাগর তলে
মিলে ভেজা বাকি।
যত কথা তোমার
বলার, শোনা বাকি,
এ জীবন তোমার
নামে করা বাকি।
রাঙ্গালে তুমি আবার,
ভালোবাসায়,
মৃত প্রায় হৃদয়টাকে।
দেখালে স্বপ্ন সেসব,
হয়নি সাহস
কখনো দেখার আগে।
ছড়িয়ে দিলে আলো,
ছিল আঁধারে যত,
তুমি এসে, তুমি হেসে।
পেয়ে তোমাকে এত
অপেক্ষা শেষে বলো,
আড়াল চোখের,
করি কি করে?
এখনো তো
হাতে ধরা বাকি,
একি সাথে
বিকেল হাটা বাকি।
চোখে চোখে
কথা বোঝা বাকি,
এ জীবন তোমার,
এ জীবন তোমার,
এ জীবন তোমার,
এ জীবন তোমার,
নামে করা বাকি।
][সমাপ্ত][
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box