Jodi Ami Na Thaki Lyrics (যদি আমি না থাকি) - Kanak Aditya
JODI AMI NA THAKI MP3 SONG LYRICS IN BANGLA BY KANAK ADITYA
![]() |
যদি আমি না থাকি লিরিক্স |
SONG CREDITS :
◉ Song : Jodi Ami Na Thaki
◉ Singer : Kanak Aditya
◉ Lyrics : Tanin
◉ Drama : Jodi Ami Na Thaki
◉ Label : Live Tech
◉ Release Date : Feb 18, 2021
JODI AMI NA THAKI FULL SONG
JODI AMI NA THAKI LYRICS KANAK ADITYA
ধরো যদি
ধরো যদি
কোথাও আমি নেই।
ভোরের শিশিরে ডুবে থাকা মেঘ
বৃষ্টি কি ঝরাবে?
মূহুর্ত ভেসে যাবে কোন এক
দিকভুল জাহাজে। - [ ২ বার ]
বিরান ঘর, তাহার 'পর, দ্বিধার স্তর,
মানুষই করে অভিনয়
তারা দ্বিচারি উভচর।
কিসের মোহ, অর্থবহ, নেই যে কেহ,
মুখ বুজে শুধু মুক্তো ফলাও
নিরবে সব সহো।
তবুও ঘুম পালানো রাত্রিগুলো
ফিরে ফিরে আসে,
তবুও মুখ লুকোনো কান্নাগুলো
দু’চোখের পাশে,
তারা একলা থাকতে খুব ভালোবাসে।
ধরো যদি আমি যাই চলে,
ধরো যদি কুয়াশায় মিলে যাই,
শীতের সকালে আলসেমি রোদ
আদুরে আলাপে,
খালাসির সুরে গাইবে কি গান
বেখেয়ালি ডাহুকে।
ধরো যদি
আমি না থাকি,
ধরো যদি
কোথাও আমি নেই।
ভোরের শিশিরে ডুবে থাকা মেঘ
বৃষ্টি কি ঝরাবে?
মূহুর্ত ভেসে যাবে কোন এক
দিকভুল জাহাজে।
][সমাপ্ত][
“মুখ বুজে শুধু মুক্তো ফলাও, নীরবে সব সহো” চরণটি শ্রদ্ধেয় কবি ‘আবুল হাসান’ এর
‘ঝিনুক নীরবে সহো’ কবিতা থেকে অনুপ্রাণিত।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box