Ektukhani Lyrics (একটুখানি) - Syed Nafis & Pollaby Roy
EKTUKHANI MP3 SONG LYRICS BY SYED NAFIS & POLLABY ROY EKTUKHANI NATOK SONG
![]() |
একটুখানি |
SONG CREDITS :
◉ Song : Ektu Khani
◉ Singer : Syed Nafis & Pollaby Roy
◉ Lyrics : Syed Nafis
◉ Album : Ektukhani (Drama)
◉ Music : Syed Nafis
◉ Label : Club 11 Entertainment
◉ Release Date : May 19, 2021
EKTUKHANI NATOK FULL SONG
Ektukhani Song Lyrics
অল্প আঁচে কিছু স্বপ্ন বাঁচে
কত রঙ্গিন খামে লেখা চিঠির,
একটা দুটো ভাঁজে।
আমার যা ছিলো
আজ তোমার তা আছে বলো
দূরত্ব বাড়িয়ে কি হবে,
যায় কি বা আসে।
শহরে বাতাসে,
রাতের আকাশে,
একটা দিন সাজানো,
এমন করে আসবো ফিরে,
যাতে কোথাও যায় না পালানো।
একটুখানি পড়বো প্রেমে,
তুমি জানো নাই বা জানো।
চুপটি করে আসবো কাছে,
তুমি ডাকো নাই বা ডাকো।
গোমট ঘরে কত গল্প আছে,
সবই লেখার জন্য আছে বাকি
মনের খাতা জুড়ে।
আবারও যা হবে
হলে দেখে নেয়া যাবে,
তবু এখন যা হচ্ছে তা ঘটুক,
চোখের এ আরামে।
শহরে বাতাসে,
রাতের আকাশে,
একটা দিন সাজানো।
এমন করে আসবো ফিরে,
যাতে কোথাও যায় না পালানো।
একটুখানি পড়বো প্রেমে
তুমি জানো নাই বা জানো।
চুপটি করে আসবো ফিরে,
তুমি ডাকো নাই বা ডাকো।
এমন করে পড়বো প্রেমে,
তুমি জানো নাই বা জানো।
চুপটি করে আসবো ফিরে,
তুমি ডাকো নাই বা ডাকো।
][সমাপ্ত][
মন মাতানো এই গানগুলো মিস করেননি তো?
বাংলা নতুন সব গানের লিরিক্স পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box