Abegi Ay Mon Lyrics (আবেগী এ মন) - Hridoy Khan
Abegi Ay Mon Mp3 Song Lyrics By Hridoy Khan
![]() |
আবেগী এ মন |
SONG CREDITS :
◉ Song : Abegi Ay Mon
◉ Singer : Hridoy Khan
◉ Lyrics : Milon Mahmood
◉ Music : Hridoy Khan
◉ Label : Hridoy Khan (Pvt. Relese)
◉ Release Date : May 28, 2021
Abegi Ay Mon Full Song By Hridoy Khan
Abegi Ay Mon Lyrics Hridoy Khan
আবেগি এ মন বারে বারে,
ভেঙ্গে চুরে চাইবে সে তোরে।
এতো ভালোবাসা পিছু ফেলে,
কি করে যাবো তোকে ছেড়ে।
মায়ারা চাদরে তোকে জড়িয়ে,
তুই হবি আমারই আমি।
তুই যে অধরা
হৃদয়ের আঙ্গিনাতে,
জানি আমি জানি।
পথ সাঁজে তোর চলা ঘিরে,
দেবেনা তোকে জেতে দূরে।
অসীমের সীমানাকে ছেড়ে,
খুঁজে নেই তোকে বারে বারে।
মায়ারা চাদরে তোকে জড়িয়ে,
তুই হবি আমারই আমি।
তুই যে অধরা
হৃদয়ের আঙ্গিনাতে,
জানি আমি জানি।
][সমাপ্ত][
হৃদয় খানের মন মাতানো কণ্ঠের এই গানগুলো শুনেছেন কি?
◉ ছেড়ো না
◉ অচেনা
◉ এ হৃদয়ে
◉ মনে রেখো
বাংলা নতুন সব গানের লিরিক্স পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box