Amar Hiyar Majhe Lyrics - Rabindra Sangeet
AMAR HIYAR MAJHE MP3 SONG LYRICS RABINDRA SANGEET
![]() |
আমার হিয়ার মাঝে |
SONG CREDITS :
◉ Song : Amar Hiyar Majhe
◉ Singer : Indrani Sen
◉ Lyrics : Rabindranath Tagore
◉ Music : Rabindranath Tagore
◉ Label :
◉ Release Date :
AMAR HIYAR MAJHE FULL SONG BY Indrani Sen
AMAR HIYAR MAJHE LYRICS
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি তোমায়
দেখতে আমি পাইনি।
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
বাহির পানে চোখ মেলেছি,
বাহির পানে,
আমার হৃদয় পানে চাইনি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে,
দেখতে আমি পাইনি তোমায়,
দেখতে আমি পাইনি।
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে।
আমার সকল ভালোবাসায়,
সকল আঘাত, সকল আশায়,
আমার সকল ভালোবাসায়,
সকল আঘাত, সকল আশায়,
তুমি ছিলে আমার কাছে,
তুমি ছিলে।
আমি তোমার কাছে যাইনি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে,
দেখতে আমি পাইনি তোমায়,
দেখতে আমি পাইনি।
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে।
তুমি মোর আনন্দ হয়ে
ছিলে আমার খেলায়,
তুমি মোর আনন্দ হয়ে
ছিলে আমার খেলায়।
আনন্দে তাই ভুলেছিলেম,
আনন্দে তাই ভুলেছিলেম,
কেটেছে দিন হেলায়।
গোপন রহি গভীর প্রাণে,
আমার দুঃখ সুখের গানে,
গোপন রহি গভীর প্রাণে,
আমার দুঃখ সুখের গানে,
সুর দিয়েছো তুমি।
আমি তোমার গান তো গাইনি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে,
দেখতে আমি পাইনি,
তোমায় দেখতে আমি পাইনি।
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে।
][সমাপ্ত][
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে লিরিক্স
Amar Hiyar Majhe Lukiye chhile,
Dekhte Ami Paini Tomay,
Dekhte Ami Paini.
Amar Hiyar Majhe Lukiye chhile,
Bahir Paney Chokh Melechhi,
Bahir Paney,
Amar Hridoy Pane Chaini
Amar Hiyar Majhe Lukiye chhile,
Dekhte Ami Paini Tomay,
Dekhte Ami Paini.
Amar Hiyar Majhe Lukiye chhile
Amar Sokol Bhalobasay,
Sokol Aghat, Shokol Ashay,
Amar Shokol Bhalobasay,
Shokol Aghat, Sokol Ashay,
Tumi Chhile, Amar Kache,
Tumi Chhile.
Ami Tomar Kachhe Jaini
Amar Hiyar Majhe Lukiye Chhile,
Dekhte Ami Paini Tomay,
Dekhte Ami Paini.
Amar Hiyar Majhe Lukiye chhile
Tumi Mor Anondo Hoye,
Chhile Amar Khelay,
Tumi Mor Anondo Hoye,
Chhile Amar Khelay.
Anonde Tai Bhulechhilem,
Anonde Tai Bhulechhilem,
Ketechhe Din Helay.
Gopon Rohi Gobhir Praney,
Amar Dukkho Shukher Ganey,
Gopon Rohi Gobhir Praney,
Sur Diyechho Tumi.
Ami Tomar Gaan To Gaini
Amar Hiyar Majhe Lukiye Chhile,
Dekhte Ami Paini,
Tomay Dekhte Ami Paini.
Amar Hiyar Majhe Lukiye chhile
][THE END][
আরও কিছু রবীন্দ্রসঙ্গীতঃ
বাংলা গানের নির্ভুল এবং গোছানো লিরিক্সটি পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। বাংলা গানের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box