Hat Bariye Dakish Lyrics (হাত বাড়িয়ে ডাকিস) - Rinku | Bangla New Song 2021
HAT BARIYE DAKISH MP3 SONG LYRICS BY RINKU
![]() |
হাত বাড়িয়ে ডাকিস |
SONG CREDITS :
◉ Song : Hat Bariye Dakish
◉ Singer : Rinku
◉ Lyrics : Mohammad Ali
◉ Composer : Amit Kar
◉ Label : Agniveena
◉ Release Date : May 27, 2021
HAT BARIYE DAKISH FULL SONG
HAT BARIYE DAKISH LYRICS RINKU
তোর হৃদয়ে বসতভিটায়
একটু জায়গা রাখিস,
অনুভবের দুঃখ সুখে
আমার শুধুই থাকিস। - [ ২ বার ]
পারিস যদি ভালোবেসে
আমার হয়ে কাছে এসে,
পারিস যদি ভালোবেসে
আমার হয়ে কাছে এসে,
হাত বাড়িয়ে ডাকিস বন্ধু,
হাত বাড়িয়ে ডাকিস বন্ধু,
হাত বাড়িয়ে ডাকিস।
তোর হৃদয়ে বসতভিটায়
একটু জায়গা রাখিস,
অনুভবের দুঃখ সুখে
আমার শুধুই থাকিস।
নীল জোনাকি রাতে যখন
আসবিরে তুই বন্ধু হয়ে,
তখন আমি শুন্য হবো,
উজাড় করে সবই দিয়ে। - [ ২ বার ]
বুকের খুব কাছে থেকে,
আমার আদর মাখিস।
বুকের খুব কাছে থেকে,
আমার আদর মাখিস।
হাত বাড়িয়ে ডাকিস বন্ধু,
হাত বাড়িয়ে ডাকিস।
হাত বাড়িয়ে ডাকিস বন্ধু,
হাত বাড়িয়ে ডাকিস।
দখিন হাওয়া বইবে যখন,
মনের কানে শুনিস তখন।
মনে করিস বলছি আমি,
বলছে আমার অন্তর্যামী। - [ ২ বার ]
মন যেখানে তুই সেখানে,
প্রেমের ছবি আঁকিস।
মন যেখানে তুই সেখানে,
প্রেমের ছবি আঁকিস।
হাত বাড়িয়ে ডাকিস বন্ধু,
হাত বাড়িয়ে ডাকিস।
হাত বাড়িয়ে ডাকিস বন্ধু,
হাত বাড়িয়ে ডাকিস। - [ ২ বার ]
][সমাপ্ত][
আপনার ভালো লাগার মতো আরও কিছু গানঃ
◉ অভিমান
বাংলা নতুন সব গানের নির্ভুল এবং গোছানো লিরিক্স পেতে শুধুমাত্র আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করুন
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box