Ektuku Choya Lage Lyrics - Rabindra Sangeet
Ektuku Choya Lage Mp3 Song Lyrics Rabindra Sangeet
![]() |
একটুকু ছোঁয়া লাগে |
SONG CREDITS :
◉ Song : Ektuku Choya Lage
◉ Singer : Indrani Sen
◉ Lyrics : Rabindranath Tagore
◉ Music : Rabindranath Tagore
◉ Label :
◉ Release Date :
EKTUKU CHOYA LAGE BY INDRANI SEN
EKTUKU CHOYA LAGE LYRICS RABINDRA SANGEET
একটুকু ছোঁয়া লাগে,
একটুকু কথা শুনি।
তাই দিয়ে মনে মনে
রচি মম ফাল্গুনী,
একটুকু ছোঁয়া লাগে,
একটুকু কথা শুনি।
তাই দিয়ে মনে মনে
রচি মম ফাল্গুনী,
একটুকু ছোঁয়া লাগে,
একটুকু কথা শুনি।
কিছু পলাশের নেশা,
কিছু বা চাঁপায় মেশা।
তাই দিয়ে সুরে সুরে,
রঙে রসে জাল বুনি।
তাই দিয়ে সুরে সুরে,
রঙে রসে জাল বুনি।
রচি মম ফাল্গুনী,
একটুকু ছোঁয়া লাগে,
একটুকু কথা শুনি।
যেটুকু কাছেতে আসে
ক্ষণিকের ফাঁকে ফাঁকে,
চকিত মনের কোণে
স্বপনের ছবি আঁকে। - [ ২ বার ]
যেটুকু যায়রে দূরে,
ভাবনা কাঁপায় সুরে।
তাই নিয়ে যায় বেলা
নূপুরেরও তাল গুনি,
তাই দিয়ে যায় বেলা
নূপুরের তাল গুনি।
রচি মম ফাল্গুনী,
একটুকু ছোঁয়া লাগে,
একটুকু কথা শুনি।
তাই দিয়ে মনে মনে
রচি মম ফাল্গুনী,
একটুকু ছোঁয়া লাগে,
একটুকু কথা শুনি।
][সমাপ্ত][
আরও কিছু রবীন্দ্রসঙ্গীতঃ
বাংলা গানের নির্ভুল এবং গোছানো লিরিক্সটি পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। বাংলা গানের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box