PRIYOTOMA LYRICS - Anirban Bhattacharya | Dracula Sir(2020)
PRIYOTOMA SONG LYRICS BY ANIRBAN BHATTACHARYA FROM DRACULA SIR
![]() |
প্রিয়তমা লিরিক্স |
SONG CREDITS :
■ Song: Priyotoma
■ Singer:Anirban Bhattacharya
■ Music : Amit - Ishan
■ Lyrics :Ritam Sen
■ Movie : Dracula Sir(2020)
■ Label: SVF Music
■ Release Date : Oct 25, 2020
PRIYOTOMA FULL MUSIC VIDEO FROM DRACULA SIR
PRIYOTOMA FULL SONG LYRICS IN BANGLA
এ নিশীথে অনায়াসে
খেলা করে আলো ছায়া,
দূরে পথ ভেসে আছে,
ডুবে গেছে আসা যাওয়া। - [ ২ বার ]
একা হাঁটে কুহকিনী
নীরবতা করতলে,
অন্তবিহীন কুঁড়ি ফোটে
ঝরে যাবে বলে।
তোমাকেই সাজাবে বলে
কোটি কথা করি জমা,
আশা রাখি দেখা হবে
শুভরাত্রি প্রিয়তমা।
তোমাকেই সাজাবে বলে
কোটি কথা করি জমা,
আশা রাখি দেখা হবে
শুভরাত্রি প্রিয়তমা।
এ সমাধি ঘিরে জমে
সমসাময়িক কোলাহল,
কেঁপে ওঠে পরিচিত
অপরাধী শব্দদল।
একে একে ঘর ভাঙে
কাছে ডাকে জলরাশি,
তুমি আছো অনুভবে
দ্রুতপায়ে সরে আসি। - [ ২ বার ]
এ আঁধারে মায়া বাড়ে
পারো যদি করো ক্ষমা ,
আশা রাখি দেখা হবে
শুভরাত্রি প্রিয়তমা।
এ আঁধারে মায়া বাড়ে
পারো যদি করো ক্ষমা ,
আশা রাখি দেখা হবে
শুভরাত্রি প্রিয়তমা।
][ সমাপ্ত ][
DRACULA SIR চলচ্চিত্রের আরও কিছু অসাধারণ গান ঃ
■ রাত পোহালে
■ প্রিয়তমা লিরিক্স
বাংলা নতুন সব গানের সম্পূর্ণ নির্ভুল এবং গোছানো লিরিক্স পেতে গুগল সার্চ লিস্ট থেকে আমাদের ওয়েবসাইটের পোস্টগুলোতে ভিজিট করুন। প্রতিটি গানের কথা একমাত্র আমরাই নির্ভুল ভাবে প্রকাশ করার চেষ্টা করি তবুও কোন ভুল থেকে থাকলে আমাদের ফেসবুক পেইজে জানানোর সাথে সাথেই আমাদের টিম ভুল সংশোধন করবে।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box