KABABER HADDI (কাবাবের হাড্ডি) SONG LYRICS - Pritom & Protic

কাবাবের হাড্ডি লিরিক্স 
KABABER HADDI MP3 SONG LYRICS IN BANGLA : 'Kababer Haddi' is a wedding song sung & composed by Bangladeshi singer duo Pritom Hasan and his brother Protic Hasan.Kababer Haddi song lyrics is also written by the duo. It was released in 25 October 2019,under the banner of Gaanchill Music.The music video of KABABER HADDI is featured by Sabnam Faria, Marzuk Russell ,Ziaul Hoque Polash, Mashrur Enan (Keto Bhai) , Protic Hasan ,Pritam Hasan and Many More and directed by Kajal Arefin Ome.


SONG CREDITS : 
■ Song: Kababer Haddi
■ Singer:Pritom Hasan & Protic Hasan
■ Music : Pritom Hasan
■ Lyrics : Pritom Hasan - Protic Hasan
■ Label: Gaanchill Music
■ Release Date : Oct 25, 2020


KABABER HADDI FULL HD SONG



KABABER HADDI MP3 SONG LYRICS IN BANGLA

ও লালা লা লা লা
ও লালা লা লা লা ..
ও লালা লা লা লা
ও লালা লা লা লা ..
ও লালা লা লা লা
ও লালা লা লা লা ..

ঘোমটা তুমি খোলো যদি
পড়ে যাবো প্রেমে,
চুম্বকেরই মতো তুমি
আমায় নিবে টেনে। 

আরে মিয়া বিবি রাজি 
তবু কত কোটি বাজি,
আর এদিক সেদিক ছোটে কত 
আত্মীয় আর কাজিন। 

কাবিন হবে কত? 
আইটেম কত গুলো? 
কতজন আসবে রে ভাই? 
গুনে গুনে বলো। 

দুনিয়া মুড়ি খাক, ভেস্তে যাক 
আমি তোমার জোড়া।

তুমি চিটাগাং এর মেয়ে
আমি ঢাকার পোলা। 

ও লালা লা লা লা
ও লালা লা লা লা,
রূপেরই রানী তুমি
আমি আশি টাকা তোলা। 

এই কুয়ার বাশির বাহার
 তুমি লাল মায়া লইয়ো
আরে কাবিন নামা শুইনা 
পাজি ফাল দি বইয়ো।- [ ২ বার ] 

তোমার আব্বু নাকি ফেরত আসছে 
সাইবেরিয়া থেকে? 
তার ঝাঁঝওলা ঐ গলা শুনে
আত্মা ওঠে কেঁপে। 

তোমার আম্মুর মনটা কাঁচের বোতল
পড়লে যাবে ভেঙে,
তাই তার কথাতে এই বিয়েটা
সবাই নিলো মেনে। 

তোমার আমার প্রেমে
তোমার সাথে ভাব আমার
বাকি সবাই কাট্টি। 

দুনিয়া মুড়ি খাক, ভেস্তে যাক 
আমি তোমার জোড়া,
তুমি চিটাগাং এর মেয়ে
আমি ঢাকার পোলা। 

ও লালা লা লা লা
ও লালা লা লা লা।

রূপেরই রানী তুমি
আমি আশি টাকার তোলা,
ও লালা লা লা লা
ও লালা লা লা লা । 
ও লালা লা লা লা
ও লালা লা লা লা । 
তুমি হইলা  চিটাগাং এর মেয়ে
আমি ঢাকার পোলা। 
আমি ঢাকার পোলা। 

দুনিয়া মুড়ি খাক, ভেস্তে যাক 
আমি তোমার জোড়া,
তুমি চিটাগাং এর মেয়ে
আমি ঢাকার পোলা। 
][ সমাপ্ত ][ 


বাংলা নতুন সব গানের সম্পূর্ণ নির্ভুল এবং গোছানো লিরিক্স পেতে গুগল সার্চ লিস্ট থেকে আমাদের ওয়েবসাইটের পোস্টগুলোতে ভিজিট করুন। প্রতিটি গানের কথা একমাত্র আমরাই নির্ভুল ভাবে প্রকাশ করার চেষ্টা করি তবুও কোন ভুল থেকে থাকলে আমাদের ফেসবুক পেইজে জানানোর সাথে সাথেই আমাদের টিম ভুল সংশোধন করবে। 

কোন মন্তব্য নেই:

Please do not enter any spam link in the comment box

Blogger দ্বারা পরিচালিত.