ABAR JONMO NEBO LYRICS - Ishan Mitra | DRACULA SIR (2020)
ABAR JONMO NEBO SONG LYRICS FROM DRACULA SIR
![]() |
আবার জন্ম নেবো লিরিক্স |
SONG CREDITS :
■ Song: Abar Jonmo Nebo
■ Singer: Ishan Mitra
■ Music : Saqi Banerjee
■ Lyrics : Saqi Banerjee
■ Movie : Dracula Sir(2020)
■ Label: SVF Music
■ Release Date : Oct 11, 2020
ABAR JONMO NEBO FULL SONG
আবার জন্ম নেবো লিরিক্স
কষ্ট পাবে জানি,
মেনে নিতে পারছিনা
এই ঠোঁটের অভিমান।
কান্না পাবে জানি,
চলে যাওয়ার ফলক
বলবে দূরত্বের বয়ান । - [ ২ বার ]
শোনো,
আমি আবার জন্ম নেব,
হবো সবার শেষে বাড়ি ফেরা
তোমার জাতিস্মর।
শোনো,
আমি আবার জন্ম নেব,
এই মুখের আদল বদলে গেলেও
চিনবে গলার স্বর।
তুমি আমায় তখন 'দুঃখ' বলেই ডেকো
তুমি আমায় কেন দুঃখ হতে দাও,
তুমি আমায় তখন 'দুঃখ' বলেই ডেকো,
তুমি আমার কেন দুঃখ হতে চাও?
ডুবে যাওয়া নৌকা সব,
তুলবে না পাল অসম্ভব,
স্মৃতি ভীষণ বয়স্ক।
তুমি না হয় স্পষ্ট হও,
গল্প হয়েও কষ্ট হও,
ভীষণ তোমারই মতো।
ডুবে যাওয়া নৌকা সব,
তুলবে না পাল অসম্ভব,
স্মৃতি ভীষণ বয়স্ক।
শোনো আমি আবার জন্ম নেব,
দেখো নিজের হাতেই সাজিয়ে দেবো
তোমার খেলাঘর।
শোনো আমি আবার জন্ম নেব,
আমি আবার জন্ম নেব,
এই মুখের আদল বদলে গেলেও
চিনবে গলার স্বর।
তুমি আমায় তখন 'দুঃখ' বলেই ডেকো
তুমি আমায় কেন দুঃখ হতে দাও।
তুমি আমায় তখন 'দুঃখ' বলেই ডেকো,
তুমি আমার কেন দুঃখ হতে চাও?
শোনো আমি আবার জন্ম নেব
শোনো আমি আবার জন্ম নেব
শোনো আমি আবার জন্ম নেব
শোনো ...।
][ সমাপ্ত ][
DRACULA SIR চলচ্চিত্রের আরও কিছু অসাধারণ গান ঃ
■ রাত পোহালে
■ প্রিয়তমা
বাংলা নতুন সব গানের সম্পূর্ণ নির্ভুল এবং গোছানো লিরিক্স পেতে গুগল সার্চ লিস্ট থেকে আমাদের ওয়েবসাইটের পোস্টগুলোতে ভিজিট করুন। প্রতিটি গানের কথা একমাত্র আমরাই নির্ভুল ভাবে প্রকাশ করার চেষ্টা করি তবুও কোন ভুল থেকে থাকলে আমাদের ফেসবুক পেইজে জানানোর সাথে সাথেই আমাদের টিম ভুল সংশোধন করবে।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box