Tumio Amake Cheno (তুমিও আমাকে চেনো) Lyrics - Shaoni
![]() |
TUMIO AMAKE CHENO (তুমিও আমাকে চেনো): 'Tumio Amake Cheno' is a bangali romantic song by Shaoni Shome. Lyrics & Music by Pratik Kundu. The song is available in The Bong Studio youtube channel.
SONG CREDITS -
■ Song:Tumio Amake Cheno - তুমিও আমাকে চেনো■ Vocal: Shaoni Shome ■ Lyrics: Pratik Kundu■ Music: Pratik Kundu■ Mix Master : Goutam Debnath■ Recording Studio : Kusum Studio■ Label : The Bong Studio■ Release Date : July 19, 2020
Tumio Amake Cheno (তুমিও আমাকে চেনো) FULL VIDEO SONG
TUMIO AMAKE CHENO (তুমিও আমাকে চেনো) SONG LYRICS IN BANGLA
রোদ ভাঙে বৃষ্টির পাহাড়পথ পাচ্ছি না ফিরবার,ঢেউ ভাঙ্গছে বুকে আবারযন্ত্রনা ভালোবাসার।
তোমার জোনাকিরা জ্বলে নেভে আজদেখায় কোনো নতুন পথের খোঁজ।
আবার মেলো ডানাখুঁজে পেলে রঙিন বাহানা,শুধু জানিয়ে দিয়ো আমায়তোমার ঠিকানা।
তুমিও আমাকে চেনোআমার সেই অমিকে চেনো না,তোমায়ও চিনেছি আমিকত ভালো করে জানিনা।
এক হাজার বছর পরেতুমি আসবে আমার দেহের মাঝে।
আবার আসবে সকালবাঁচবে প্রাণ খুলে,আবার যাবে আমার কানে কানে বলেতোমার ঠিকানা, আমার অজানা।
হাজার বৃষ্টির ছোঁয়ায়ভিজছে আমার উঠোন,তোমার চিলেকোঠায় রাখা আমার মন।
লুকিয়ে ছিলে কোথাও যেন। আমি ডাকবো তোমায় আমার গানে।
ও হো হো হো সময় পেলে বলোআমি তোমার হবো,আমার সেই অমিকে পেলেআমি তাকে বলে যাবো, তোমার ঠিকানা।
][ সমাপ্ত ][
রোদ ভাঙে বৃষ্টির পাহাড়
পথ পাচ্ছি না ফিরবার,
ঢেউ ভাঙ্গছে বুকে আবার
যন্ত্রনা ভালোবাসার।
তোমার জোনাকিরা জ্বলে নেভে আজ
দেখায় কোনো নতুন পথের খোঁজ।
আবার মেলো ডানা
খুঁজে পেলে রঙিন বাহানা,
শুধু জানিয়ে দিয়ো আমায়
তোমার ঠিকানা।
তুমিও আমাকে চেনো
আমার সেই অমিকে চেনো না,
তোমায়ও চিনেছি আমি
কত ভালো করে জানিনা।
এক হাজার বছর পরে
তুমি আসবে আমার দেহের মাঝে।
আবার আসবে সকাল
বাঁচবে প্রাণ খুলে,
আবার যাবে আমার কানে কানে বলে
তোমার ঠিকানা,
আমার অজানা।
হাজার বৃষ্টির ছোঁয়ায়
ভিজছে আমার উঠোন,
তোমার চিলেকোঠায়
রাখা আমার মন।
লুকিয়ে ছিলে কোথাও যেন।
আমি ডাকবো তোমায় আমার গানে।
ও হো হো হো
সময় পেলে বলো
আমি তোমার হবো,
আমার সেই অমিকে পেলে
আমি তাকে বলে যাবো,
তোমার ঠিকানা।
Tumio Amake Cheno (তুমিও আমাকে চেনো) গানটি আপনার কেমন লেগেছে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।

কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box