Lenadena (লেনাদেনা ) | Vabte Khub Obak Lage (ভাবতে খুব অবাক লাগে) Lyrics - Samz Vai
![]() |
LENADENA (লেনাদেনা ): 'Lenadena or Vabte Khub Obak Lage' is a bangali sad song by Samz vai. Lyricist of the song is Samz Vai. The song is available in the
Eagle Music Video Station youtube channel.
SONG CREDITS -
■ Song:Lenadena - লেনাদেনা | Vabte Khub Obak Lage (ভাবতে খুব অবাক লাগে) ■ Vocal: Samz Vai■ Lyrics: Samz Vai■ Music: PB Rudro ■ Label : Eagle Music■ Release Date : Sept 19, 2019
Lenadena (লেনাদেনা ) FULL VIDEO SONG
LENADENA (লেনাদেনা ) SONG LYRICS IN BANGLA
ভাবতে খুব অবাক লাগেতুমি অন্য কারো,কার সাথে আজ বায়না গুলোভাগাভাগি করো।কার চোখের ওই চাউনিতে আজতোমার লজ্জা কাটে,ওরে মেনে নিতে আজ পারছিনা আমিতুমি অন্যের সাথে। - [২ বার]
না না না ওরে আর তো হবেনা,আমার মনের সাথে তোমার, লেনাদেনা। - [২ বার]
রাত যখন হবে নিঝুমউড়ে যাবে তোমারও ঘুমচোখ ভীজে যাবে তোমার অশ্রুতে। মিলবে না তো কোনো হিসাবহবেনা পুরণ আমার অভাবদিন রাত এক হবে তোমার এই ভাবিতে। - [২ বার]
না না না ওরে আর তো হবেনা,আমার মনের সাথে তোমার লেনাদেনা। - [২ বার]
মন নিয়ে তুমি করেছো খেলাপেয়েছি শুধুই অবহেলা। ধীরে ধীরে তুমি ওগো সবি বুঝবে। বুঝেও কোনো লাভ হবেনাপাবেনা আর এই ঠিকানাসেদিন আমার স্মৃতি গুলো তোমায় কাঁদাবে। - [২ বার]
না না না ওরে আর তো হবেনা,আমার মনের সাথে তোমার লেনাদেনা। - [৪ বার]
][ সমাপ্ত ][
ভাবতে খুব অবাক লাগে
তুমি অন্য কারো,
কার সাথে আজ বায়না গুলো
ভাগাভাগি করো।
কার চোখের ওই চাউনিতে আজ
তোমার লজ্জা কাটে,
ওরে মেনে নিতে আজ পারছিনা আমি
তুমি অন্যের সাথে। - [২ বার]
না না না
ওরে আর তো হবেনা,
আমার মনের সাথে তোমার,
লেনাদেনা। - [২ বার]
রাত যখন হবে নিঝুম
উড়ে যাবে তোমারও ঘুম
চোখ ভীজে যাবে তোমার অশ্রুতে।
মিলবে না তো কোনো হিসাব
হবেনা পুরণ আমার অভাব
দিন রাত এক হবে তোমার এই ভাবিতে। - [২ বার]
না না না
ওরে আর তো হবেনা,
আমার মনের সাথে তোমার
লেনাদেনা। - [২ বার]
মন নিয়ে তুমি করেছো খেলা
পেয়েছি শুধুই অবহেলা।
ধীরে ধীরে তুমি
ওগো সবি বুঝবে।
বুঝেও কোনো লাভ হবেনা
পাবেনা আর এই ঠিকানা
সেদিন আমার স্মৃতি গুলো
তোমায় কাঁদাবে। - [২ বার]
না না না
ওরে আর তো হবেনা,
আমার মনের সাথে তোমার
লেনাদেনা। - [৪ বার]
Lenadena (লেনাদেনা ) গানটি আপনার কেমন লেগেছে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।

কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box