Hey Dhaka (হে ঢাকা) Lyrics - Kumar Bishwajit
HEY DHAKA (হে ঢাকা): 'Hey Dhaka' is a bangali Movie song from the unreleased movie "Dhaka Dream 2020". The singer of the song is Kumar Bishwajit. The lyrics written by Proshoon Rahmaan. The song is available in the Bangladhol youtube channel.
SONG CREDITS -
■ Song: Hey Dhaka - হে ঢাকা■ Singer: Kumar Bishwajit■ Lyric: Proshoon Rahmaan■ Tune & Composition: Rezaul Karim Leemon■ Label: Bangladhol■ Release Date : July 28, 2020
Hey Dhaka (হে ঢাকা) FULL VIDEO SONG
HEY DHAKA (হে ঢাকা) SONG LYRICS IN BANGLA
হে ঢাকা চল ঢাকা ঢাকা, ঢাকা রে... – [৪ বার]
হে ঢাকা চল ঢাকাতোমার আমার ঢাকা রে, ঢাকার বুকে নাই বা থাকুক একটু খানি ফাঁকা রে।
হে ঢাকা চল ঢাকা ঢাকা, ঢাকা রে... – [২ বার]
হে ঢাকা চল ঢাকাতোমার আমার ঢাকা রে, ঢাকার বুকে নাই বা থাকুক একটু খানি ফাঁকা রে।
এই শহরের পথে পথেমানুষ শুধুই মানুষ ভাসে, স্বপ্নগুলো হারিয়ে গেলে জীবন শুধুই মুচকি হাসে। সব হারালেও প্রাণের ফাঁকে একটু বাঁচার আশা রে।
হে ঢাকা চল ঢাকা ঢাকা, ঢাকা রে... – [২ বার]
তোমাদের ওই থাকতে হবেআমাদের ওই আসতে হবে। আসা আর থাকা ছাড়া নাই কোন ঊপায়। আমরা সবাই কেন্দ্রীভূত ভাসা ভাসা এই শহরে, আশা নিয়ে জীবন নামের পশরা সাজাই।
দিনে দিনে বাড়ছে মানুষ, বাড়ছে নগর, বাড়ছে গাড়ী। আগামীকাল আসবে যারা কোথায় হবে তাদের বাড়ি?
অচল হয়ে গেছে শহরনাই কারো হুস, নাইকো গরজ, মানুষেরই এই শহরেবাঁচার চেয়ে মরণ সহজ।
সব হারালেও প্রাণের ফাঁকে একটু বাঁচার আশা রে।
হে ঢাকা চল ঢাকা ঢাকা, ঢাকা রে... – [৪ বার]
][ সমাপ্ত ][
হে ঢাকা চল ঢাকা
ঢাকা, ঢাকা রে... – [৪ বার]
হে ঢাকা চল ঢাকা
তোমার আমার ঢাকা রে,
ঢাকার বুকে নাই বা থাকুক
একটু খানি ফাঁকা রে।
হে ঢাকা চল ঢাকা
ঢাকা, ঢাকা রে... – [২ বার]
হে ঢাকা চল ঢাকা
তোমার আমার ঢাকা রে,
ঢাকার বুকে নাই বা থাকুক
একটু খানি ফাঁকা রে।
এই শহরের পথে পথে
মানুষ শুধুই মানুষ ভাসে,
স্বপ্নগুলো হারিয়ে গেলে
জীবন শুধুই মুচকি হাসে।
সব হারালেও প্রাণের ফাঁকে
একটু বাঁচার আশা রে।
হে ঢাকা চল ঢাকা
ঢাকা, ঢাকা রে... – [২ বার]
তোমাদের ওই থাকতে হবে
আমাদের ওই আসতে হবে।
আসা আর থাকা ছাড়া
নাই কোন ঊপায়।
আমরা সবাই কেন্দ্রীভূত
ভাসা ভাসা এই শহরে,
আশা নিয়ে জীবন নামের
পশরা সাজাই।
দিনে দিনে বাড়ছে মানুষ,
বাড়ছে নগর, বাড়ছে গাড়ী।
আগামীকাল আসবে যারা
কোথায় হবে তাদের বাড়ি?
অচল হয়ে গেছে শহর
নাই কারো হুস, নাইকো গরজ,
মানুষেরই এই শহরে
বাঁচার চেয়ে মরণ সহজ।
সব হারালেও প্রাণের ফাঁকে
একটু বাঁচার আশা রে।
হে ঢাকা চল ঢাকা
ঢাকা, ঢাকা রে... – [৪ বার]
Hey Dhaka (হে ঢাকা) গানটি আপনার কেমন লেগেছে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box