Tomar Kachei Jabo Lyrics - Jahid Nirob | Closeup Kache Ashar Oshomapto Golpo 2020
SONG CREDITS :
■ Song:Tomar Kachei Jabo
■ Singer: Jahid Nirob
■ Music : Ahmmed Humayun
■ Lyrics : Kabir Bokul
■ Label: Dhruba Music Station
■ Release Date : Jul 30, 2020
KEMON KORE BOJHAI FULL SONG
KEMON KORE BOJHAI LYRICS IN BANGLA
কেমন করে
বোঝাই বলো তারে?
কার লাগিয়া মন যে আমার পোড়ে।
কার লাগিয়া মন যে আমার পোড়ে।
কার লাগিয়া দিন কাটেনা,
রাত আসে তো ভোর জাগে না,
কোন নদীটার, পাড় ভেসে যায়,
তার লাগি সে খোঁজ রাখে না।
সারাটাদিন, সারাটারাত,
সারাটাদুপুর,
বুকের উঠোন জলে ভাসে,
বৃষ্টি টাপুর টুপুর।
বুকের উঠোন জলে ভাসে,
বৃষ্টি টাপুর টুপুর।
কেমন করে ,
বোঝাই বলো তারে?
হৃদয়ের সে কতটা কি যে!
হৃদয়ের সে কতটা কি যে!
কার লাগিয়া দিন কাটেনা,
রাত আসে তো ভোর জাগে না,
কার লাগিয়া অন্ধকারে,
নিজের সাথে কই যে কথা নিজে।
এতটা পথ এতটা দূর,
দিলাম একাই পাড়ি,
ডাকলো না সে ভেঙ্গে তবু
অভিমানের আড়ি।
কেমন করে,
বোঝাই বলো তারে?
হৃদয়ের সে কতটা কি যে !
হৃদয়ের সে কতটা কি যে !
কার লাগিয়া দিন কাটেনা,
রাত আসে তো ভোর জাগে না,
কার লাগিয়া একলা ঘরে
অপেক্ষা টা জানলো না তো সে।
][ সমাপ্ত][
Tomar Kachei Jabo (তোমার কাছেই যাবো) গানটি আপনার কেমন লেগেছে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box