TOR DU CHOKHE (তোর দু'চোখে) LYRICS - HABIB WAHID FEAT. SHOURIN

TOR DU CHOKHE MP3 SONG LYRICS IN BANGLA BY SHOURIN :

TOR DU CHOKHE LYRICS HABIB WAHID FEAT. SHOURIN : Presenting ' Tor Du Chokhe ' Bengali Song Lyrics.This song is sung by Shourin & Lyrics penned by Faujia Sultana Poly.While the music is composed by Habib Wahid.Habib Wahid is featuring newcomer Singer Shourin.This song has been release on 20th December 2018 under the banner of HW Productions in association with Sayeed Siddqui.

SONG CREDITS :
■ Song: Tor Du Chokhe
■ Singer: Shourin
■ Lyric & Tune: Habib Wahid
■ Music: Habib Wahid
■ Label: Habib Wahid (Pvt. Release)
■ Release Date : Dec 20,2018


TOR DU CHOKHE OFFICIAL MUSIC VIDEO



TOR DU CHOKHE LYRICS IN BANGLA

তোর দু'চোখে যখন আমি
আমার দু'চোখ রেখেছি,
সাত জনমের ভালোবাসা,
এক জনমে পেয়েছি।

আমি হেসেছি - কেঁদেছি - জ্বলেছি,
ভরেছি মন সুখে।
স্বপ্ন এঁকে রংধনুতে,
সেজেছি নিয়ে তোকে।

না রে না রে সোনা,
ছেড়ে যাবো না, যাবো না।
তোকে হারালে আর
আমি আমাকে পাবো না।

না রে না রে সোনা,
যেতে দেবো না, দেবো না।
খুব আঁধার মাঝে
তুই জোনাক জোছনা।

যতবার ভাবি যাবো চলে
তোর হাজার ভুলে,
আরও বেশি নিপুন মায়ায়,
আটকে যেন থাকি।

তোকে লিখেছি - গেঁথেছি - এঁকেছি,
শত অনুভবের রঙে।
মেঘমালা তাই ঝরে ঝরে যায়,
এ কেমন সুখে।

না রে না রে সোনা,
ছেড়ে যাবো না, যাবো না।
তোকে হারালে আর
আমি আমাকে পাবো না।

না রে না রে সোনা,
যেতে দেবো না, দেবো না।
খুব আঁধার মাঝে
তুই জোনাক জোছনা।
][ সমাপ্ত ][

তোর দুচোখে গানটির রিভিউঃ

বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত পরিচালক, সুরকার ও কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ অনেক বছর পর আবারও অন্যের জন্য সংগীত পরিচালনা করেছেন। বাংলাদেশী আইডল রিয়েলিটি শো থেকে উঠে আসা সৌরিনকে 'তোর দু’চোখে' শিরোনামের গানটিতে ফিচার করেছেন। 'তোর দু’চোখে' শিরোনামের গানটির কথা লিখেছেন ফৌজিয়া সুলতানা পলি। সঙ্গীতায়োজনও করেছেন হাবিব ওয়াহিদ। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাত ৮টায় হাবিবের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাত ৮টায় হাবিবের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করার পর পরই গানটি নিয়ে হাবিব ভক্তদের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

ওয়ারিস নাফি নামের একজন মন্তব্য করেছেনঃ " হাবিব ভাইর টিউন দিন দিন আরো ম্যাচুর্ড হচ্ছে। মিউজিকের ডেপথ বাড়ছে। লিরিক্সে ফউজিয়া সুলতানা পলির গভীরতা অনেক। বাংলাদেশে একমাত্র বলিউড লেভেলের মিউজিক ডিরেক্টর হাবিব ওয়াহিদ। নো ডাউট। "

ফামিন টিভি নামের একজন হাবিব ভক্ত লিখেছেনঃ "সুন্দর গান ,সুন্দর সুর ও সংগীত । অনেক বার শুনলাম তারপর...শুনতে ইচ্ছে করে"

সজীব দাস লিখেছেনঃ " ভাইয়া জাস্ট একটা ম্যাজিক দেখলাম। লাভ ইউ বস"

শহিদ সনি নামের একজন লিখেছেনঃ" সত্যি অনেক ভালো লাগছে। বিশেষ করে জালাল ভাই এর বাশির সুর ও সুন্দর হইছে। আর হাবিব ভাইয়ের কথা নতুন করে কি বলবো। "

রেজাউল করিম শাকিল লিখেছেন, " সেই পুরোনো ফ্লেভার পেলাম, এই হাবিব ভাইকেই খোঁজে ফিরি আমরা, আমাদের কিশোরবেলার দিনগুলোর হারমোনি ❤ "

এসব মন্তব্যের পাশাপাশি গানটিতে হাবিব ওয়াহিদের কণ্ঠ মিস করেছেন তার অনেক ভক্তরা। সেই সাথে হাবিব ওয়াহিদের পুরনো দিনের কম্পোজিশনের একটা ফ্লেভারো পাওয়া যায় গানটিতে।

কোন মন্তব্য নেই:

Please do not enter any spam link in the comment box

Blogger দ্বারা পরিচালিত.