RAHIM RAHMAN (রহিম রহমান) SONG LYRICS - DOHON (2018)
RAHIM RAHMAN MP3 SONG LYRICS IN BANGLA FROM DOHON :
RAHIM RAHMAN LYRICS FROM DOHON : Presenting 'Rahim Rahman ' Bengali Song Lyrics from the movie DOHON featuring Siam Ahmed, Pujja Cherry, Ripa Raj, Shimul Khan, Monira Mithu & Momo in leading roles.This song is sung by Mohammed Shoeb & Pulak Adhikary and Lyrics penned by Gazi Mazharul Anwar.While the Tune & Music is composed Ahmmed Humayun.SONG CREDITS :
■ Song Name : Rahim Rahman
■ Singer: MohammedShoeb & Pulak Adhikary
■ Tune & Music Ahmmed Humayun
■ Lyrics : Gazi Mazharul Anwar
■ Music : Ahmmed Humayun
■ Director : Raihan Rafi
■ Label : Jaaz multimedia
■ Release Date : Dec 19, 2018
RAHIM RAHMAN OFFICIAL MUSIC VIDEO
RAHIM RAHMAN LYRICS IN BANGLA
বুকের ভেতর চলছে দহন,
যায় না সহন,
যায় না কহন,
বল না তুই অন্তর্যামী।
আল্লাহু - আল্লাহু,
জানি তুই তো মেহেরবান।
আল্লাহু - আল্লাহু,
তুই রহিম রহমন। - [ ২ বার ]
হে খোদা আমি কি তোর ঋণ খেলাপি?
বেনামে পাঠাইয়া আমায় করলি কেন পাপী?
সেই পা থুইয়া তুই মাপ কইরা দে,
তুই তো মাফি সাফি।
আল্লাহু - আল্লাহু,
জানি তুই তো মেহেরবান।
আল্লাহু - আল্লাহু,
তুই রহিম রহমন। - [ ২ বার ]
চক্ষু আছে তবু
আমি দৃষ্টিহারা অন্ধ।
অনুভবের দরজা আমার
করলি কেন বন্ধ ? - [ ২ বার ]
সেই অন্ধ চোখের বন্ধ পাপে
আমি পরিতাপি।
আল্লাহু - আল্লাহু,
জানি তুই তো মেহেরবান।
আল্লাহু - আল্লাহু,
তুই রহিম রহমন। - [ ২ বার ]
জানিনা তো কবরেতে
পাবো কিনা ঠাঁই।
মুনকিরনাকীর হিসাব চাইলে
কি দিয়া মিলাই। - [ ২ বার ]
সেই হিসেব নিকেশ পাল্লায় তুলে
কিভাবে যে মাপি।
আল্লাহু - আল্লাহু,
জানি তুই তো মেহেরবান।
আল্লাহু - আল্লাহু,
তুই রহিম রহমন। - [ ২ বার ]
তুই রহিম রহমন।
][ সমাপ্ত ][
যায় না সহন,
যায় না কহন,
বল না তুই অন্তর্যামী।
আল্লাহু - আল্লাহু,
জানি তুই তো মেহেরবান।
আল্লাহু - আল্লাহু,
তুই রহিম রহমন। - [ ২ বার ]
হে খোদা আমি কি তোর ঋণ খেলাপি?
বেনামে পাঠাইয়া আমায় করলি কেন পাপী?
সেই পা থুইয়া তুই মাপ কইরা দে,
তুই তো মাফি সাফি।
আল্লাহু - আল্লাহু,
জানি তুই তো মেহেরবান।
আল্লাহু - আল্লাহু,
তুই রহিম রহমন। - [ ২ বার ]
চক্ষু আছে তবু
আমি দৃষ্টিহারা অন্ধ।
অনুভবের দরজা আমার
করলি কেন বন্ধ ? - [ ২ বার ]
সেই অন্ধ চোখের বন্ধ পাপে
আমি পরিতাপি।
আল্লাহু - আল্লাহু,
জানি তুই তো মেহেরবান।
আল্লাহু - আল্লাহু,
তুই রহিম রহমন। - [ ২ বার ]
জানিনা তো কবরেতে
পাবো কিনা ঠাঁই।
মুনকিরনাকীর হিসাব চাইলে
কি দিয়া মিলাই। - [ ২ বার ]
সেই হিসেব নিকেশ পাল্লায় তুলে
কিভাবে যে মাপি।
আল্লাহু - আল্লাহু,
জানি তুই তো মেহেরবান।
আল্লাহু - আল্লাহু,
তুই রহিম রহমন। - [ ২ বার ]
তুই রহিম রহমন।
][ সমাপ্ত ][
দহন (২০১৮ সালের চলচ্চিত্র):
রহিম রহমান শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন মহম্মান সোয়েব এবং পুলক অধিকারী। গাজী মাজহারুল আনোয়ারের কথায় এই গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন। এই গানটি ১৯শে ডিসেম্বর ২০১৮ সালে জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।
দহন ২০১৮ সালের নভেম্বরে মুক্তিপ্রাপ্ত বহুল প্রতীক্ষিত বাংলাদেশী সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রায়হান রাফি এবং প্রযোজনা করেছেন জাজ মাল্টিমিডিয়া। এটি রায়হান রাফি পরিচালিত ২য় চলচ্চিত্র। এর আগে তার পরিচালনায় পোড়ামন ২ চলচ্চিত্রটি মুক্তি পায়। দহন চলচ্চিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরি এবং জাকিয়া বারী মম সহ আরো অনেক।
এই চলচ্চিত্রের আরো কিছু গানঃ
■ হাজীর বিরিয়ানি লিরিক্স।
■ প্রেমের বাক্স লিরিক্স।
■ সকাল হাসে লিরিক্স ।
বাংলা নতুন সব গানের নির্ভুল লিরিক্স পেতে আমাদের ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখতে পারেন। লাইক দিন আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজে।

কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box