Jaiba Jodi Jao ( যাইবা যদি যাও ) Bangla Lyrics | Fuad featuring Mala
JAIBA JODI JAO BY MALA FULL MP3 SONG LYRICS :
JAIBA JODI JAO LYRICS BY MALA : Presenting '' Jaiba Jodi Jao '' Bangla Song Lyrics in Bangla.This song has been sung by Mala and Featuring By Fuad and Lyrics planned by K Zia.
SONG CREDITS [ Jaiba Jodi Jao ] :
Singer: Mala
Lyric & Tune: K Zia
Music Director: Fuad Almuqtadir
Label : Gaanchill Music
যাইবা যদি যাও ( ফুয়াদ এবং মালা ) লিরিক্স |
SONG CREDITS [ Jaiba Jodi Jao ] :
Singer: Mala
Lyric & Tune: K Zia
Music Director: Fuad Almuqtadir
Label : Gaanchill Music
][JAIBA JODI JAO FULL BANGLA SONG LYRICS IN BANGLA ][
যাইবা
যদি যাও , কথা দিয়ে
যাও ,
আসবা কবে
আমায় বলে যাও ।
পারিনা
কান্দিতে , পারিনা
বান্ধিতে ,
স্বপ্ন
দেখি তোমার আশাতে ।
মন আনচান
আনচান করে ,
নয়া
প্রেম জোয়ারে । - [ ২ বার ]
ভুলনা
আমারে , কথা দাও ।
আসবা কবে
আমায় বলে যাও ,
ও... আসবা কবে আমায় বলে যাও ।
রঙ্গিলা পাগল মন , স্বপ্নেতে টলমল ,
তুমি
ছাড়া কেউ আর জানে না।
আইসাছে
নয়া ঢেউ ,
খবর নেয়
না কেউ ,
আমার
মনটা তাই তো বোঝে না ।
মন আনচান
আনচান করে ,
নয়া
প্রেম জোয়ারে । - [ ২ বার ]
ভুলনা
আমারে , কথা দাও ।
আসবা কবে
আমায় বলে যাও ,
ও... আসবা কবে আমায় বলে যাও ।
আনন্দ
খুশিতে , চান্দেরও
হাসিতে ,
তুমি
আমায় করলা দিওয়ানা ।
ভুলবো না
তোমারে , রাখিবো
যতনে ,
আসলে
কাছে যেতে দেব না ।
মন আনচান
আনচান করে ,
নয়া
প্রেম জোয়ারে । - [ ২ বার ]
ভুলনা
আমারে , কথা দাও ।
আসবা কবে
আমায় বলে যাও ,
ও... আসবা কবে আমায় বলে যাও । -
[ ২ বার ]
][ সমাপ্ত ][
:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US ::::::
আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে।