ICHCHEY PURON (ইচ্ছে পূরণ) LYRICS - SHAWON GANWALA | Amar Ekta Tumi Chilo (Drama)
ICHCHEY PURON BY SHAWON GANWALA FULL MP3 SONG LYRICS IN BANGLA :
ইচ্ছে পূরণ লিরিক্স |
SONG CREDITS :
■ Song Name : Icchey Puron
■ Singer : Shawon Ganwala
■ Lyrics :Tushar Hasan
■ Music : Amjad Hossain
■ Drama : Amar Ekta Tumi Chilo
■ Label : Pathik
■ Release Date : Jul 12, 2018
7
ICCHEY PURON OFFICIAL MUSIC VIDEO
ICHCHEY PURON LYRICS IN BANGLA
মনের গায়ে সযতনে,
বিছিয়ে দিলাম মন।
লক্ষী তুমি আগলে রেখো,
দুজনার আগামী জীবন। - [ ২ বার ]
আজ উঠোন জুড়ে সুখের নিমন্ত্রণ,
এই হওয়াতে... এই হওয়াতে।
তুমি নামের এক বৃষ্টি ঝরে,
বুকের জানালাতে,
ফিরে ফিরে চাই ,চাই তোমাকে,
আজন্ম ভরসাতে। - [ ২ বার ]
চোখ পুড়ে যায় বাস্তবতায়
একটু আড়াল হলে,
বয়ে চলো তাই আমার সত্তায়
ভালোবাসি বলে। - [ ২ বার ]
তোমার সুখে আমার ইচ্ছে পূরণ,
চাই জানাতে ... চাই জানাতে।
তুমি নামের এক বৃষ্টি ঝরে,
বুকের জানালাতে,
ফিরে ফিরে চাই ,চাই তোমাকে,
আজন্ম ভরসাতে। - [ ২ বার ]
][ সমাপ্ত ][
বিছিয়ে দিলাম মন।
লক্ষী তুমি আগলে রেখো,
দুজনার আগামী জীবন। - [ ২ বার ]
আজ উঠোন জুড়ে সুখের নিমন্ত্রণ,
এই হওয়াতে... এই হওয়াতে।
তুমি নামের এক বৃষ্টি ঝরে,
বুকের জানালাতে,
ফিরে ফিরে চাই ,চাই তোমাকে,
আজন্ম ভরসাতে। - [ ২ বার ]
চোখ পুড়ে যায় বাস্তবতায়
একটু আড়াল হলে,
বয়ে চলো তাই আমার সত্তায়
ভালোবাসি বলে। - [ ২ বার ]
তোমার সুখে আমার ইচ্ছে পূরণ,
চাই জানাতে ... চাই জানাতে।
তুমি নামের এক বৃষ্টি ঝরে,
বুকের জানালাতে,
ফিরে ফিরে চাই ,চাই তোমাকে,
আজন্ম ভরসাতে। - [ ২ বার ]
][ সমাপ্ত ][
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box