TOMAKEI VEBE ( তোমাকেই ভেবে ) LYRICS - NIRJO HABIB | BENGALI SONG 2017
TOMAKEI VEBE BY NIRJO HABIB FULL MP3 SONG LYRICS IN BANGLA:
তোমাকেই ভেবে ( নির্জো হাবিব ) লিরিক্স |
SONG CREDITS :
Song : Tomakei Vebe (OST of Telefilm Tomakei Vebe).
Eid Drama : Tomakei Vebe
Cast : Tawsif Mahbub,Nadia Afrin Mim
Director : Rubel Hasan.
Re-editing : Aabid Hasan.
[TOMAKEI VEBE BY NIRJO HABIB FULL MUSIC VIDEO ]
][ TOMAKEI VEBE FULL BENGALI SONG LYRICS IN BANGLA ][
তোমাকেই
ভেবে, কাটে রাত
প্রহর,
অচেনা
শহর কাঁদে নীরবে । - [ ২ বার ]
অজানায়
ডুবে মনের দেয়াল,
খুব
বে-খেয়াল অনুভবে ।
ফিরে
আসবে কি জানা নেই,
হারিয়েছি
আমি তোমাতেই ।
কিছু
ভালোবাসা স্বার্থহীন,
না পেয়ে
কাটছে যে প্রতিদিন । - [ ২ বার ]
স্মৃতির
খাতায়, মিশে আছো
পাতায়
পাতায়... ।
সব কিছু
কি অকারনে ভোলা যায় ।
অভ্যাসের
দায়ে হয়ে আছি ,
তোমায়
বিভোর
দিচ্ছো
কেমন করে নিষ্ঠুরতার আছর ।
অজানায়
ডুবে মনের দেয়াল,
খুব
বে-খেয়াল অনুভবে ।
ফিরে
আসবে কি জানা নেই,
হারিয়েছি
আমি তোমাতেই ।
কিছু
ভালোবাসা স্বার্থহীন,
না পেয়ে
কাটছে যে প্রতিদিন । - [ ২ বার ]
পারছি না
কিছুতেই হারাতে তোমাকে,
ফিরেছি
এই আমি ভালোবাসার ডাকে ।
হারিয়ে
যাই যদি ছাড়িয়ে সীমানা,
হয়তো
বলবে এ মনে ছিলো যে কেউ তোমার ।
অজানায়
ডুবে মনের দেয়াল,
খুব
বে-খেয়াল অনুভবে ।
ফিরে
আসবে কি জানা নেই,
হারিয়েছি
আমি তোমাতেই ।
কিছু
ভালোবাসা স্বার্থহীন,
না পেয়ে
কাটছে যে প্রতিদিন । - [ ২ বার ]
][ সমাপ্ত ][
বাংলা নতুন সব গানের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ এ লাইক করুন।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box