Keu Bojhe Toh Keu Bojhe Na ( কেউ বোঝে তো কেউ বোঝে না ) Lyrics - Mahadi | Bengali Song Lyrics ( 2017 )
KEU BOJHE TOH KEU BOJHE NA FULL MP3 SONG LYRICS IN BANGLA :
কেউ বোঝে তো কেউ বোঝে না ( মাহাদি ) লিরিক্স |
SONG CREDITS :
Song Name : Keu Bojhe Toh Keu Bojhe Na
Singer : Mahadi
Music : Minar Rahman
Lyrics : Asif Iqbal
Label : Gaanchil
[ KEU BOJHE TOH KEU BOJHE NA OFFICIAL MUSIC MUSIC ][
][ KEU BOJHE TOH KEU BOJHE NA LYRICS IN BANGLA ][
কেন যে অবুঝ এ মন,শোনেনা বাড়ন ,
মানেনা কোন শাসন ... কেন যে ... ।
কেন যে এতোটা ভালোবাসে মন , বুঝিনা কারণ ,
মনে হয় শুধু অকারন ... কেন যে... ।
ভুলে থাকা হয় না , পারি না ,
বুঝি না , জানিনা ,
পথ চেয়ে আজও আছি দাড়িয়ে ... ।
কেউ বোঝে তো কেউ বোঝে না,
কেউ মানে তো কেউ মানে না ,
কেউ শোনে তো কেউ শোনে না,
কেউ থাকে আর কেউ থাকে না । -
[ ২ বার ]
চেনা ও অচেনা এখন , রাতেরই মতন ,
ডুবে থাকি , তারায় তারায় , ... কেন যে ? ,
কেন যে , কাছে চাইছে এ মন ,
এই আয়োজন , খুব কি ছিলো প্রয়োজন ,... কেন যে ! ।
ভুলে থাকা হয় না , পারি না ,
বুঝি না , জানিনা ,
পথ চেয়ে আজও আছি দাড়িয়ে ... ।
কেউ বোঝে তো কেউ বোঝে না,
কেউ মানে তো কেউ মানে না ,
কেউ শোনে তো কেউ শোনে না,
কেউ থাকে আর কেউ থাকে না ।
কেউ ডাকে তো কেউ ডাকে না,
কেউ রাখে তো কেউ রাখে না ,
কেউ ভাবে তো কেউ ভাবে না,
কেউ কাঁদে আর কাঁদে থাকে না ।
কেউ থাকে আর কেউ থাকে না ।
কেউ থাকে আর কেউ থাকে না ।
][ সমাপ্ত ][