Ghum Bhanga ( ঘুম ভাঙা ) Lyrics - Minar Rahman | Bengali Song 2017
GHUM BHANGA BY MINAR RAHMAN FULL MP3 SONG LYRICS IN BANGLA :
ঘুম ভাঙা ( মিনার রহমান ) লিরিক্স |
SONG CREDITS :
Song Name : Ghum Bhanga
Singer : Minar Rahman
Lyrics : Minar Rahman
Label : My Sound
Advertisement
][ GHUM BHANGA BY MINAR RAHMAN FULL SONG LYRICS IN BANGLA ][
ঘুম ভাঙা কোন সকালে , সূর্যটাকে দেখা ,
আড়মোড়া কোন দুপুরে , গুনগুনিয়ে গাওয়া ,
পথ হারা সব পথিকের সবটাই ভালোলাগা ।
আর জানালার ঐ কাঁচটায় , থমকে থাকা বৃষ্টি ,
অলিখিত সব কবিতায় , আটকে থাকা সৃষ্টি ,
দেয়ালে আঁকা ছবিটায় , ছড়িয়ে ভালোবাসা ।
দেখো তোমার মেঘে মিশে আছে ,
আমার অচেনা রোদ্দুর ।
তাই তোমায় নিয়ে হারাবো ,
বহুদূর , বহুদূর ।
চোখ মেলে দেখো দুরের আকাশে রংধনু ,
সুর খুঁজে পেলো , নতুন ঠিকানা ।
উৎসবে রাঙাই , তোমার আমার এই
প্রিয় শহর,
সব ভুলে চলো , হারাই সীমানা ।
দেখো পিচ ঢালা ঐ পথটার সবটাই আজ সাক্ষী ,
মেঘে ঢাকা আকাশটায় নেই কোন কাকপক্ষী ,
ভুলে পড়া ঐ সুরীটায় হয়নি মাখা কোন গান ।
আর মিছিলের ঐ শ্লোগানে , মিশে থাকা সব গল্প ,
ভালোবাসা যায় হারিয়ে , থাকে না কিছুই অল্প
,
ভেঙে পড়া ঐ দরজায় , পড়ে থাকে অভিমান ।
দেখো তোমার মেঘে মিশে আছে ,
আমার অচেনা রোদ্দুর ।
তাই তোমায় নিয়ে হারাবো ,
বহুদূর , বহুদূর ।
চোখ মেলে দেখো দুরের আকাশে রংধনু ,
সুর খুঁজে পেলো , নতুন ঠিকানা ।
উৎসবে রাঙাই , তোমার আমার এই
প্রিয় শহর,
সব ভুলে চলো , হারাই সীমানা ।
][ সমাপ্ত ][
#MinarForEver
[ A #MyLyricsWiki Lyrical Presentation ]
:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US ::::::
আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন । আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে ।