Tomake Bujhina Priyo ( তোমাকে বুঝিনা প্রিয় ) Bangla Lyrics - Projapoti Biskut | Chandrani Banerjee

TOMAKE BUJHINA PRIYO FULL MP3 SONG LYRICS IN BANGLA :
tomake-bujhina-priyo-lyrics
 তোমাকে বুঝিনা প্রিয় ( প্রজাপতি বিস্কুট ) লিরিক্স
TOMAKE BUJHINA PRIYO LYRICS From Projapoti Biskut : Presenting '' TOMAKE BUJHINA PRIYO '' Bengali Song Lyrics in Bangla.This Song is Sung By Chandrani Banerjee and Lyrics planned By Ritam Sen.This is a track from the Film Projapoti Biskut







SONG CREDITS : 
Song : Tomake Bujhi na Priyo
Singer: Chandrani Banerjee
Music: Prasen Mukherjee
Lyrics: Ritam Sen
Starring: Ishaa Saha & Arindam Ganguly
Music Label: Windows

[ TOMAKE BUJHINA PRIYO FULL OFFICIAL LYRICAL VIDEO ] 




][ TOMAKE BUJHINA PRIYO BENGALI FULL SONG LYRICS IN BANGLA ][ 

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

তোমাকে বুঝিনা প্রিয় ,
বোঝনা না তুমি আমায় ,
দুরত্ব  বাড়ে যোগাযোগ নিভে যায় । - [ ২ বার ]



গরাদ শোকে সূর্যমুখী ,
গরাদ শোকে সূর্যমুখী ।
খয়েরী কুঁড়ির ফুল ,
সূর্য খুঁজে বেড়াবে ।



তোমাকে জানিনা প্রিয়,
জানো না তুমি আমায় ,
শীতের বেড়াল খেলে ঘাসের ছায়ায় ।  - [ ২ বার ]

দু চোখে তার পান্না বাহার ,
দু চোখে তার পান্না বাহার ।
কান্না জমায় কথায় কথায় ।


তোমাকে ডাকি না প্রিয় ,
ডাকো না তুমি আমায় ।
জলপ্রপাত মাতে রূপোর মায়ায় । - [ ২ বার ]

তুলনা-হীনা জলের কিনার
তুলনা-হীনা জলের কিনার ।
তোমার চুলের মতো ,
আনমনে আঙুল ডোবায়ে ।

][ সমাপ্ত ][

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


বাংলা নতুন সব গানের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। 

Blogger দ্বারা পরিচালিত.