Nei Alo (নেই আলো) Bangla Lyrics - Shob Bhooturey | Madhubanti Bagchi

NEI ALO ( Shob Bhooturey ) MP3 SONG LYRICS IN BANGLA : 
nei-alo-lyrics-from-shob-bhooturey-bengali-movie
নেই আলো ( সব ভূতুড়ে ) লিরিক্স 
NEI ALO LYRICS From  Shob Bhooturey : Presenting '' NEI ALO '' Bengali Hunted Song Lyrics in Bangla.This Song is sung By Madhubanti Bagchi and Lyrics planned By Prasen.This is a track from The Movie '' Shob Bhooturey ''







SONG CREDITS :

Song Credits :
Song : Nei Alo
Genre: Gothic-Pop
Singer : Madhubanti Bagchi
Music : Subho Pramanik
Lyrics : Prasen


][ NEI ALO BENGALI SONG LYRICS IN BANGLA FROM SHOB BHUOOTUREY ][ 



চাও যত তর্ক সাজাও 
তবু তারা আছে, 
চাও যত যুক্তি বানাও। 

চাও সেই কোলাহলে 
কান পাতো চুপিসারে, 
গান গায় অশরীরীরা। 

ওরা তোমার মতই দেখতে পায়, 
ওরা তোমার মতই একলা। 
ওরা খাঁচার ভেতর ছটফটায়
আর ডুকরে ডুকরে কেঁদে যায়। 

এখানে নেই আলো... নেই... 
আমাদের দেখা যায় না। 
এখানে নেই বাতাস... নেই... 
আমাদের ছোঁয়া যায় না। 

চাও যত তর্ক সাজাও 
তবু তারা আছে, 
চাও যত যুক্তি বানাও।


তারা তোমাদের, থাক অন্ধকারও, 
শুধু মেঘেদের সরে যেতে দাও। 
চোর পুলিশের খেলা বন্ধ কর
আর পাখিদের উড়ে যেতে দাও। 

ওরা তোমার মতই দেখতে পায়, 
ওরা তোমার মতই একলা। 
ওরা খাঁচার ভেতর ছটফটায়
আর ডুকরে ডুকরে কেঁদে যায়। 

এখানে নেই আলো... নেই... 
আমাদের দেখা যায় না। 
এখানে নেই বাতাস... নেই... 
আমাদের ছোঁয়া যায় না। 





][সমাপ্ত][



:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 


আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন । আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে ।

Blogger দ্বারা পরিচালিত.