Chera Drawing Khata ( ছেঁড়া ড্রইং খাতা ) Bangla Lyrics - Chhaya O Chhobi | Papon

CHERA DRAWING KHATA ( Chhaya O Chhobi ) FULL MP3 SONG LYRICS IN BANGLA : 
chera-drawing-khata-bangla-lyrics
ছেঁড়া ড্রইং খাতা ( ছায়া ও ছবি ) লিরিক্স 
CHERA DRAWING KHATA LYRICS From Chhaya O Chhobi :Presenting '' Chera Drawing Khata '' Bengali Song Lyrics in Bangla.This Song is sung By Papon and Lyrics planned By  Kaushik Ganguly.






SONG CREDITS :

Song: Chera Drawing Khata
Singer: Papon
Movie: Chhaya O Chhobi
Director: Kaushik Ganguly
Music: Indraadip Das Gupta
Lyrics: Kaushik Ganguly


][ CHERA DRAWING KHATA BENGALI SONG LYRICS IN BANGLA ][ 

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


ভাঙা ক্রেয়নের দাগে ,
রঙিন ছায়া ও ছবি ,
ময়ূরেররামধনু ,
এঁকে ছিলাম সবিই... ।

পাহাড় বরফে ঢাকা ,
বৃষ্টি রঙিন ছাঁকা ,
শুধু তুমি আর আমি... ।

ছেঁড়া ড্রইং খাতা, ছেঁড়া ড্রইং খাতা
ছেঁড়া ড্রইং খাতা , ছেঁড়া ড্রইং খাতা ।

সোজা দাগ বড় বেশি সোজা ,
অজানা একটা শেষ খোঁজা ,
বলতে পারিনি মন খুলে ... ।

আদর লুকনো বুন্য ফুলে ,
আদর লুকনো বুন্য ফুলে ।



ভোর নিয়ে মন খোলা ,
প্রজাপতি যেন ঘ্রানে ,
হাত দুটো ধরতে চেয়ে ,
আজীবন হয়রানী ...
আজীবন হয়রানী ।


মন রঙ বদলাতো
শুধু দেখলে নেপেল পাতা ,
যেন তুমি আর আমি... ।

ছেঁড়া ড্রইং খাতা, ছেঁড়া ড্রইং খাতা
ছেঁড়া ড্রইং খাতা , ছেঁড়া ড্রইং খাতা ।


][ সমাপ্ত ][

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 


আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন । আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে ।

Blogger দ্বারা পরিচালিত.