Shotek Bhul (শতেক ভুল) Bangla Lyrics - Minar Rahman | Bengali Song Lyrics

SHOTEK BHUL BY MINAR FULL MP3 SONG LYRICS IN BANGLA : 

SHOTEK BHUL LYRICS BY MINAR RAHMAN : Presenting '' Shotek Bhul '' Bengali Song Lyrics in Bangla.This Song is Sung By Minar Rahman and Lyrics planned By Mahood Manzoor.






SONG CREDITS : 

Song : Shotek Bhul
Singer : Minar Rahman
Lyric : Mahood Manzoor
Tune : Joy Shahriar
Music : Joy Shahriar
Album : Shotek Bhul


 ][SHOTEK BHUL BY MINAR FULL SONG LYRICS IN BANGLA][

জানি কিছুই হয় না আমার ,
পদে পদে শতেক ভুল ,
বলি সবই ঠিক হবে আবার ,
দিব্বি ওই তোমার ঝুমকো দুল ।


ভালোবাসা , আলো খুঁজতে ,
হৃদয়ে হুলুস্থুল ।
তুমি তো আমার , মন গলিতে
আর ওই ইস্কুল ।

ভোর মেঘে ঢাকা চুলে ,
খেলে বৃষ্টি কদম ফুল ,
তোর চোখ শুধু খোঁজে ,
আমি করছি কখন ভুল ।  - [ ২ বার ]



ভালোবাসা , আলো খুঁজতে ,
হৃদয়ে হুলুস্থুল ।
তুমি তো আমার , মন গলিতে ,
আর ওই ইস্কুল ।

জানি কিছুই হয় না আমার ,
পদে পদে শতেক ভুল ,
বলি সবই ঠিক হবে আবার ,
দিব্বি ওই তোমার ঝুমকো দুল ।


ভালোবাসা , আলো খুঁজতে ,
হৃদয়ে হুলুস্থুল ।
তুমি তো আমার , মন গলিতে ,
আর ওই ইস্কুল ।

][ সমাপ্ত ][



::::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 



এই গানের লিরিক্সটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের  ফেসবুক পেজ এ লাইক করুন । আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে । 





Blogger দ্বারা পরিচালিত.