Obimrishshota (অবিমৃষ্যতা) - Lyrics | Artcell ( Bangladeshi Band ) - 2016
Obimrishshota (অবিমৃষ্যতা) - Lyrics | Artcell ( Bangladeshi Band ) - 2016
OBIMRISHSHOTA BY ARTCELL LYRICS : Presenting '' Obimrishshota '' Bangla Song By Artcell ( Band ) Lyrics In Bangla. Here You Can Find : Obimrishshota By Artcell, Obimrishshota By Artcell Lyrics,Obimrishshota By Artcell Bangla Lyrics,Obimrishshota By Artcell Full Mp3.
SONG CREDITS [ OBIMRISHSHOTA ] :
Band : Artcell
Obimrishshota (অবিমৃষ্যতা) By Artcell Bangla Lyrics :
অবিমৃষ্যতা [ লিরিক্স ] - আর্টসেল |
SONG CREDITS [ OBIMRISHSHOTA ] :
Band : Artcell
Obimrishshota (অবিমৃষ্যতা) By Artcell Bangla Lyrics :
আমরা বাঁচি নিঃশ্বাসে, আর তোমরা বাঁচো দীর্ঘশ্বাসে,
পিষ্ট হও প্রতিদিন ঠিক বেঠিকের হাঁসফাঁসে ।
ফিসফাসে রোজ রটে যায়, আমি ভুল তবু ভুলেই বেঁচে থাকি
তোমাদের ঘিরে অন্ধকার, আমি আলো আধাঁরে সামলে রাখি ।
উপহাসে নীরব, ভেবে তোমার অবয়ব
নীরবতায় সরব জাগতিক কলরব ।
অলীক মিছিলে হেঁটে সারাদিন শেষে একা একা ফিরে যাও
ফেরার অভিযোজনে বিগত প্রলাপ গাও
বোধের ভারে ধ্বসে যায় ঝড়ে ভেঙ্গে যায় কপট মিত্রতা
আপোষের ধার ধারিনা ভুলে থাকিনা অহমের তীব্রতা ।
উপহাসে নীরব ভেবে তোমার অবয়ব
নীরবতায় সরব জাগতিক কলরব ।
আমাদের তবে শুনেছো, গানে ভেসেছো উল্লাসে একাকার
তবু এ পৃথক পথচলা
মৌনতা বলে কিছু নেই, বিস্মৃত নই
এবার তোমার পরিনত হওয়ার পালা
দেনা পাওনার হিসেব বেমানান
আমি জীবনের দামে অতীত নিয়েছি কিনে ।
উপহাসে নীরব ভেবে তোমার অবয়ব
নীরবতায় সরব জাগতিক কলরব ।
কী ছিল, কে হারালো কোন ভুলে সুর হয়েও হলো না
কী হবে, কী হলো না অমুলক অযাচিত তুলনা
অতীতে হাঁটা ভুলে নাও কেন অসম সমীকরণ
তাই আজ এই আয়োজনে খুঁজে নাও অনুভবে এক অনুরণন।
অবিমৃষ্যতা !!!
পিছুটান !!!
পথচলায় বেমানান জেনে নাও ।
][ সমাপ্ত ] [
:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US ::::::
আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে।