Hridoyer Pata ( হৃদয়ের পাতা ) - Lyrics | Imran Mahmudul - Mixed Hit-3

Hridoyer Pata By Imran Bangla Lyrics 

Hridoyer Pata By Imran Full Bangla Lyrics
হৃদয়ের পাতা - ইমরান এবং রাদিত 
HRIDOYER PATA BY IMRAN LYRICS : Presenting ''HRIDOYER PATA'' Bangla Song Lyrics.This Song is from the Album Mixed Hit-3.This song has been composed by Imran and sung by  Imran & Radit and Also Lyrics By Sheikh Sumon Emdad. 






SONG CREDITS [ Hridoyer Pata ] :

Singer : Imran & Radit
Lyric : Sheikh Sumon Emdad
Tune : Imran
Music : Imran
Album : Mixed Hit-3
Label : Cd Choice

Hridoyer Pata ( হৃদয়ের পাতা ) - Lyrics   : 



দেখলে তোর ঐ মুখ লাগে বড় সুখ , 
এমনও তো হয়নি আগে , কেন ভালোবাসা বুকে জাগে , 
তোকে ভালো বাসতে  খুব কেন জানি ইচ্ছে করে , 
একটু না থাকলে পাশে কেমন জানি লাগে । 

পৃথিবীর চারপাশে যেখানে তাকাই , 
সবখানে তোরই ছায়া খুজে পাই । 
মনের এই গভিরে , হৃদয়ের পাতায় , 

তোর নামে ভালোবাসা জায় ছুয়ে জায় ।  - [ ২ বার ] 

সিমানা ছাড়িয়ে , জরিয়ে রবো দূরে , 
করবো আদর তোরে সারাজনম ধরে , 
ভুলবো না যে তোরে , নেব আপন করে , 
সাথি হয়ে থাকবো , হাজার বছর ধরে !!! 


তোকে ভালো বাসতে  খুব কেন জানি ইচ্ছে করে , 
একটু না থাকলে পাশে কেমন জানি লাগে । 

পৃথিবীর চারপাশে যেখানে তাকাই , 
সবখানে তোরই ছায়া খুজে পাই । 
মনের এই গভিরে , হৃদয়ের পাতায় , 

তোর নামে ভালোবাসা জায় ছুয়ে জায় ।  - [ ২ বার ] 

মনেরি পিঞ্জরে , হিমেল পরশে , 
বাসবো ভালো তোরে , গভির অনুরাগে । 
হৃদয়ের গহিনে , রাখবো লুকিয়ে , 
ভিজবো দুজন মিলে , প্রেমেরই জোয়ারে । 

তোকে ভালো বাসতে  খুব কেন জানি ইচ্ছে করে , 
একটু না থাকলে পাশে কেমন জানি লাগে । 

পৃথিবীর চারপাশে যেখানে তাকাই , 
সবখানে তোরই ছায়া খুজে পাই । 
মনের এই গভিরে , হৃদয়ের পাতায় , 

তোর নামে ভালোবাসা জায় ছুয়ে জায় ।  - [ ৪ বার ] 

][ সমাপ্ত][ 


:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 

আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে।



Blogger দ্বারা পরিচালিত.