Keu Na Januk ( কেউ না জানুক ) - Lyrics | Tahsan Khan - Mon Karigor

Keu Na Januk ( কেউ না জানুক ) - Lyrics | Tahsan Khan - Mon Karigor 

Keu_Na_Januk_By_Tahsan_Lyrics
KEU NA JANUK BANGLA LYRICS
KEU NA JANUK BY TAHSAN  LYRICS : Presenting '' Keu Na Januk '' Bangla Song From the Album MON KARIGOR and Sung By Famous Bangladeshi Singer TAHSAN KHAN .





SONG CREDITS [ KEU NA JANUK ] :

Lyric- Robiul Islam Jibon
Singer- Tahsan Khan
Tune & Music- Imran Mahmudul
Album- Mon Karigor
Label- CD Choice

KEU NA JANUK BENGALI LYRICS : 

স্বপ্নের বালুকায় , কেউ কি পা লুকায় ,
যদি না সে ভেজা দিন ,
ইচ্ছে হিমালয় , হয়না কভু ক্ষয় ,
হৃদয়ে থাকে অমলিন ।
কিছু স্বপ্ন , কিছু ইচ্ছে
এই আমায় টেনে নিচ্ছে , তোমার কাছে বারেবার ।

কেউ না জানুক আমি তো জানি আমি তোমার ,
কেউ না জানুক তুমি তো জানো তুমি আমার । - [ ২ বার ]


সব লেনাদেনা হয় না কভু শেষ ,
আজীবন কিছু কিছুর থেকে জায় রেশ । - [ ২ বার ]

ভালোবাসা ফুরায় না , প্রেম কভু হারায় না ,
অনুভবে থাকে যার যার ।

কেউ না জানুক আমি তো জানি আমি তোমার ,
কেউ না জানুক তুমি তো জানো তুমি আমার । - [ ২ বার ]


সব জানাশোনার লাগেনা পরিচয়ে , 
দূর থেকে কারো কারো ছায়া কথা কয় । - [ ২ বার ] 


ভালোবাসা ফুরায় না , প্রেম কভু হারায় না ,
অনুভবে থাকে যার যার ।

কেউ না জানুক আমি তো জানি আমি তোমার ,
কেউ না জানুক তুমি তো জানো তুমি আমার । - [ ২ বার ] 


স্বপ্নের বালুকায় , কেউ কি পা লুকায় ,
যদি না সে ভেজা দিন ,
ইচ্ছে হিমালয় , হয়না কভু ক্ষয় ,
হৃদয়ে থাকে অমলিন ।
কিছু স্বপ্ন , কিছু ইচ্ছে
এই আমায় টেনে নিচ্ছে , তোমার কাছে বারেবার ।




কেউ না জানুক আমি তো জানি আমি তোমার ,
কেউ না জানুক তুমি তো জানো তুমি আমার । - [ ২ বার ] 

][ সমাপ্ত ][

:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 


আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে।



Blogger দ্বারা পরিচালিত.