Chupi Chupi ( চুপি চুপি ) - Lyrics | Madhuraa Bhattacharya - Thammar Boyfriend ( 2016 )

Chupi Chupi ( চুপি চুপি ) - Lyrics | Madhuraa Bhattacharya - Thammar Boyfriend ( 2016 )

CHUPI CHUPI BY MADHURAA BHATTACHARYA LYRICS
CHUPI CHUPI BY MADHURAA BHATTACHARYA LYRICS
CHUPI CHUPI BY MADHURAA BHATTACHARYA LYRICS : Presenting the second song Chupi Chupi Lyrics from the movie Thammar Boyfriend starring Sabitri Chatterjee and Abir Chatterjee and others. The song has been composed by Dolaan Mainnakk and sung by Madhuraa Bhattacharya. 



SONG CREDITS [ CHUPI CHIPI ] :

Song: Chupi Chupi
Music: Dolaan Mainnakk
Singers: Madhuraa Bhattacharya
Lyrics: Anindya Ghosh
Director : Anindya Ghosh

Chupi Chupi ( চুপি চুপি ) - Lyrics  : 

কি হল জানো কি তুমি , 
কখনো হবে ভাবিনী, 
মন হায় গেল হারিয়ে 
 আজ ... কোথায় । 

চল যাই স্বপ্ন কুড়োতে , 
গুটি পায় একসাথে হেঁটে , 
যেখানে ইচ্ছেরা সব চুপটি ঘুমায় । 

আজ হারিয়ে যাওয়ার সময় এলো , 
আজ উঁরে যাওয়ার সে খন ডাকে আমায় । 

চুপি চুপি দুজনে আজ উরে যাই , 
এই দিন যদি না  খুজে আর পাই , 
কি জানি কি পাই কি বা হারাই ... 

ভেবে দেখও না ...  

জানতে বলো , তুমি কি মানতে বলো , 
 যে তুমি আর আমি এভাবে এক হবো ... 

জানিনা যে কেন এতো লাগে ভালো , 
কি হবে আমার তুমি একটু ভাবো ... 

আজ হারিয়ে যাওয়ার সময় এলো , 
আজ উঁরে যাওয়ার সে খন ডাকে আমায় । 


চুপি চুপি দুজনে আজ উরে যাই , 
এই দিন যদি না  খুজে আর পাই , 
কি জানি কি পাই কি বা হারাই ... 


ভেবে দেখও না ...  
  

( ঐ ) 

][ সমাপ্ত ][ 

:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 

আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে।



Blogger দ্বারা পরিচালিত.