Tumi Nai ( তুমি নাই ) - Lyrics | Bappa Mazumder

Tumi Nai ( তুমি নাই ) - Lyrics | Bappa Mazumder

Tumi Nai By Bappa Muzumder Lyrics
তুমি নাই - বাপ্পা মুজুমদার 
TUMI NAI BY BAPPA MUZUMDER LYRICS : Presenting '' TUMI NAI'' Bangla Song Lyrics.This Somg is Sung By Bappa Muzumder and Also tune and Composition By Him.Tumi Nai Lyrics By Sheik Rana.Enjoy The Song in Bangla Lyrics .






SONG CREDITS : [ TUMI NAI ] : 

Song - Tumi Nai
Singer - Bappa Mazumder
Lyric - Sheik Rana
Tune & Composition - Bappa Mazumder
Label - Bee Emmz Workstation

Copyright - Bappa Mazumder


TUMI NAI BY BAPPA MUZUMDER BANGLA LYRICS : 

শ্যামলীতে তোমার কথা, ভাবতে ভাবতে যাই ,  
সেরসালোডে এসে দেখি তোমার দেখা নাই ।  

ফুল কিনবো বলে আমি শাহাবাগে গিয়ে , 
তোমার জন্যে কিনে আনি সবুজ রঙা টিয়ে । 

টিয়ে হাতে অবাক কিছু চোখের লক্ষ্য তাই , 
টি এস সির এর জনারণ্যে নাই তুমি নাই । 


তুমি নাই , তুমি নাই , তুমি নাই 
নাই , নাই , নাই  - [ ২ বার ] 

অনেক মানুষ কোলাহলে পাখি উঁরে যায়  , 
দোয়েল চত্বর এসে আমার বড্ড তেষ্টা পায় । 

হাই বোডের মাজার গেটে , বাকুল গাছের কাছে , 
তোমার আমার ভালবাসার গন্ধ লেগে আছে । 

সৃতির এই শহরে কিছু , সবুজ খুঁজে পাই , 
রিক্সা করে একা সেগুণ বাগিচাতে যাই । 

তুমি নাই , তুমি নাই , তুমি নাই 
নাই , নাই , নাই  - [ ২ বার ] 


সেগুন বাগিচাতে সেগুন গাছের হাহাকার , 
কোন সড়কে গেলে পাবো তোমার দেখা হায় । 

ভাবনা গুলো মাথার ভেতর ঘুর পাক খায় ঘোরে , 
অবাক হয়ে দেখি, আমি লাল বাগের মোড়ে । 

লাল বাগে তোমার কথা ভাবতে ভাবতে যাই , 
সাতরোজাতে এসে দেখি , তোমার দেখা নাই । 

তুমি নাই , তুমি নাই , তুমি নাই 
নাই , নাই , নাই  - [ ২ বার ] 

আনন্দ বেকারীতে যে বাকুর খানি কিনে , 
খুজে যাবো বন্ধু তোমায় অলি গলি চিনে । 

তোমার খোঁজে পুরনো ঢাকার গলি থেকে পথ , 
কেছারাম দেউলিতে গিয়ে করেছি শপথ । 

এই শহরে নিয়ন জ্বলা রাত্রি রেখে যাই , 
বুড়িগঙ্গার তীরে দেখি বন্ধু তুমি নাই । 

তুমি নাই , তুমি নাই , তুমি নাই 
নাই , নাই , নাই  - [ ২ বার ] 


[ সমাপ্ত ] 

Blogger দ্বারা পরিচালিত.